ইতিহাসের সামনে ভারতের মেয়েরা, চ্যাম্পিয়ন হলেই জ্যাকপট ! বিসিসিআই দিতে পারে ১২৫ কোটি টাকা

Last Updated:

হরমনপ্রীতরা বিশ্বকাপ জিততে পারলে বিসিসিআই তত টাকাই দেবে, যত টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে। সে বার রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ গোটা দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল ভারতীয় বোর্ড। ভারতের মেয়েরা এবার ট্রফি জিতলে সেই টাকাই পেতে পারেন।

ইতিহাসের সামনে হরমনপ্রীতরা (Photo: ICC)
ইতিহাসের সামনে হরমনপ্রীতরা (Photo: ICC)
মুম্বই: ইতিহাসের সামনে ভারত। আজ, রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মাঠে নামছে ভারতের মেয়েরা। হরমনপ্রীতদের প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর এখন আত্মবিশ্বাসী ভারতীয় দল। বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষ। ২০০৫ এবং ২০১৭ বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার নয়া ইতিহাস লিখতে তৈরি ভারতীয় কন্যারা।
ম্যাচে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ফাইনাল শেষ না হলে সোমবার রিজার্ভ ডে-তে হবে খেলা। ভারতীয় দলে একটি পরিবর্তন হতে পারে। রাধা যাদবের পরিবর্তে আসতে পারেন স্নেহ রানা। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল। খেলা শুরু হবে দুপুর ৩টে থেকে। চ্যাম্পিয়ন হতে পারলে বড় অঙ্কের পুরষ্কারমূল্যই অপেক্ষা করছে হরমনপ্রীতদের জন্য ৷ বোর্ড সূত্রে খবর, হরমনপ্রীতরা বিশ্বকাপ জিততে পারলে বিসিসিআই তত টাকাই দেবে, যত টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে। সে বার রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ গোটা দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল ভারতীয় বোর্ড। ভারতের মেয়েরা এবার ট্রফি জিতলে সেই টাকাই পেতে পারেন।
advertisement
advertisement
ইতিহাসের সামনে আজ ভারতের মেয়েরা (Photo: AP)
ইতিহাসের সামনে আজ ভারতের মেয়েরা (Photo: AP)
বৃষ্টিতে নিউজিল্যান্ডের দু’টি ম্যাচ ভেস্তে না গেলে হয়তো শেষ চারে জায়গাই হত না ভারতের। খানিকটা পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ভারতীয় দল। সেমিফাইনালের আগে চোট পেয়ে অবশ্য ছিটকে গিয়েছেন প্রতিকা রাওয়াল। সাত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় শিবির। কিন্তু ঠিক সময়ে সেরা ফর্মে উদয় হয়েছেন জেমাইমা রড্রিগেজ। রানে ফিরেছেন অধিনায়ক হরমনপ্রীতও। তাই মান্ধানার রান না পাওয়া বা হঠাৎ দলে ঢোকা শেফালি ভার্মার ব্যর্থতা প্রভাব ফেলতে পারেনি। আজ, নবি মুম্বইয়ের মাঠে ভারতের মেয়েরা ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই এখন দেখার ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইতিহাসের সামনে ভারতের মেয়েরা, চ্যাম্পিয়ন হলেই জ্যাকপট ! বিসিসিআই দিতে পারে ১২৫ কোটি টাকা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement