Team India New Coach: টি-২০ বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Indian Cricket Team New Coach: টি-২০ বিশ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনা। আর তা হল টিম ইন্ডিয়ার আগামী কোচ কে হতে চলেছে। অবশেষে সেই বিজ্ঞাপন প্রকাশ করল বিসিসিআই।
মুম্বই: সামনেই টি-২০ বিশ্বকাপ। গোটা দেশের ক্রিকেট প্রেমিদের মেতে থাকা কথা তা নিয়েই। কিন্তু টি-২০ বিশ বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনা। আর তা হল টিম ইন্ডিয়ার আগামী কোচ কে হতে চলেছে। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে সেই বিজ্ঞাপন প্রকাশ করল বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপের আগেই পরবর্তী কোচ বেছে নেওয়ার কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়। নতুন কোচের সঙ্গে আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে চাইছে বিসিসিআই।
advertisement
অভিজ্ঞতা সম্পন্ন সকল কোচেরা ভারতীয় দলের কোচের জন্য আবেদন করতে পারেন। প্রায় সাড়ে তিন বছর মেয়াদের জন্য নতুন কোচ নিযুক্ত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেয় বোর্ড। ২৭ মে আবেদন করার শেষ তারিখ। সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে নতুন কোচের মেয়াদ হবে পয়লা জুলাই ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
advertisement
advertisement
🚨 News 🚨
The Board of Control for Cricket in India (BCCI) invites applications for the position of Head Coach (Senior Men)
Read More 🔽 #TeamIndiahttps://t.co/5GNlQwgWu0 pic.twitter.com/KY0WKXnrsK
— BCCI (@BCCI) May 13, 2024
advertisement
ভারতীয় দলের নতুন কোচের আবদনের জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে:
১.আবেদনকারীর কম করে ৩০টি টেস্ট ম্যাচ ও ৫০টি ওডিআই খেলার অভিজ্ঞতা থাকতে হবে
২. টেস্ট খেলীয় পূর্ণ সদস্য দেশে কোচিং করানোর কম করে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৩. প্রথম শ্রেণির কোনও দল, জতীয় দল, কোনও টি-২০ লিগে ৩ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও চলবে
advertisement
৪. বিসিসিআই-এর লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অথবা তার সমান অন্য কোনও সার্টিফিকেট থাকতে হবে
৫. এছাড়া ভারতীয় দলের কোচিংয়ের জন্য আবেদনকারীর বয়স ৬০-এর নীচে হতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 9:23 AM IST