KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর

Last Updated:
Kolkata Knight Riders: মেন্টর হিসেবে কেকেআর ফিরে দলকে সাফল্য এনে দিলেও একটি বিষয়ের আফসোস এখনও তাড়া করে বেড়ায় গৌতম গম্ভীরকে। তা এতদিনে জানালেন গৌতি।
1/8
গৌতম গম্ভীর যে কলকাতা নাইট রাইডার্সের গুড লাক নিয়ে আসেন তা আবার প্রমাণ হয়েছে। এর আগে ২০১১ সালে দলের সবথেকে খারাপ সময়ে নিয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব। ২০১২ ও ২০১৪ সাবে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছিলেন গম্ভীর।
গৌতম গম্ভীর যে কলকাতা নাইট রাইডার্সের গুড লাক নিয়ে আসেন তা আবার প্রমাণ হয়েছে। এর আগে ২০১১ সালে দলের সবথেকে খারাপ সময়ে নিয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব। ২০১২ ও ২০১৪ সাবে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছিলেন গম্ভীর।
advertisement
2/8
মাঝে প্রায় এক দশক কেটে গেলেও কেকেআর আর ট্রফি পাইনি। ফলে ২০২৪ সালে আইপিএল শুরু আগে শাহরুখ খান ফের গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে আসেন কেকেআরের জন্য। তারপর কেকেআরের পারফরম্যান্স সকলে চোখের সামনে দেখেছেন।
মাঝে প্রায় এক দশক কেটে গেলেও কেকেআর আর ট্রফি পাইনি। ফলে ২০২৪ সালে আইপিএল শুরু আগে শাহরুখ খান ফের গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে আসেন কেকেআরের জন্য। তারপর কেকেআরের পারফরম্যান্স সকলে চোখের সামনে দেখেছেন।
advertisement
3/8
মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই দলটার শরীরী ভাষা থেকে খেলা সবকিছু পাল্টে দিয়েছেন গম্ভীর। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছে কেকেআর।
মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই দলটার শরীরী ভাষা থেকে খেলা সবকিছু পাল্টে দিয়েছেন গম্ভীর। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছে কেকেআর।
advertisement
4/8
কিন্তু মেন্টর হিসেবে কেকেআর ফিরে দলকে সাফল্য এনে দিলেও একটি বিষয়ের আফসোস এখনও তাড়া করে বেড়ায় গৌতম গম্ভীরকে। যা তিনি কেকেআরে অধিনায়ক থাকাকালীন সবথেকে ভুল বলে মনে করেন।
কিন্তু মেন্টর হিসেবে কেকেআর ফিরে দলকে সাফল্য এনে দিলেও একটি বিষয়ের আফসোস এখনও তাড়া করে বেড়ায় গৌতম গম্ভীরকে। যা তিনি কেকেআরে অধিনায়ক থাকাকালীন সবথেকে ভুল বলে মনে করেন।
advertisement
5/8
আর সেই আফসোস হল সূর্যকুমার যাদব কেকেআরে থাকাকালীন তাঁর প্রতিভার প্রতি সুবিচার না করতে পারে। সূর্যকুমারকে সঠিক সুযোগ দিতে না পারা। আর যার কারণে শেষ পর্যন্ত মুম্বইয়ে ফেরত যান স্কাই। সেরা সময়টা মুম্বই ইন্ডিয়ান্সেই কাটান সূর্যকুমার যাদব।
আর সেই আফসোস হল সূর্যকুমার যাদব কেকেআরে থাকাকালীন তাঁর প্রতিভার প্রতি সুবিচার না করতে পারে। সূর্যকুমারকে সঠিক সুযোগ দিতে না পারা। আর যার কারণে শেষ পর্যন্ত মুম্বইয়ে ফেরত যান স্কাই। সেরা সময়টা মুম্বই ইন্ডিয়ান্সেই কাটান সূর্যকুমার যাদব।
advertisement
6/8
২০১৪ সালে কেকেআরের দ্বিতীয়বার যখন চ্যাম্পিয়ন হয় তখন দলে ছিলেন সূর্যকুমার যাদব। ২০১৭ পর্যন্ত ৫৪ ম্যাচে তিনি নাইট জার্সিতে ৬০৮ রান করেছিলেন। যদিও সেই সময়ে সূর্য লোয়ার অর্ডারে ব্যাট করতেন। এরপর গম্ভীর নেতৃত্ব ছাড়ার পরই সূর্যকুমারকে ছেড়ে দেয় কেকেআর।
২০১৪ সালে কেকেআরের দ্বিতীয়বার যখন চ্যাম্পিয়ন হয় তখন দলে ছিলেন সূর্যকুমার যাদব। ২০১৭ পর্যন্ত ৫৪ ম্যাচে তিনি নাইট জার্সিতে ৬০৮ রান করেছিলেন। যদিও সেই সময়ে সূর্য লোয়ার অর্ডারে ব্যাট করতেন। এরপর গম্ভীর নেতৃত্ব ছাড়ার পরই সূর্যকুমারকে ছেড়ে দেয় কেকেআর।
advertisement
7/8
এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন,"একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার সাত বছরের নেতৃত্বে একটাই আপশোস আছে। আমি বা কেকেআর কখনওই ওর প্রকৃত ক্ষমতা বুঝতে পারেনি।"
এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন,"একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার সাত বছরের নেতৃত্বে একটাই আপশোস আছে। আমি বা কেকেআর কখনওই ওর প্রকৃত ক্ষমতা বুঝতে পারেনি।"
advertisement
8/8
তবে বর্তমানে গৌতম গম্ভীরের পাখির চোখ কেকেআরকে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করা। প্লেঅফ পাকা হয়ে গেলেও ফাইনালে ওঠার ছক কষতে শুরু করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর।
তবে বর্তমানে গৌতম গম্ভীরের পাখির চোখ কেকেআরকে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করা। প্লেঅফ পাকা হয়ে গেলেও ফাইনালে ওঠার ছক কষতে শুরু করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর।
advertisement
advertisement
advertisement