বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতলেও মালামাল হবে বাংলাদেশ! জেনে নিন সঠিক পরিমাণ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bangladesh team will get huge amount of money even if they fail to win single match at T20 World Cup. বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতলে কত টাকা পাবে বাংলাদেশ? জেনে নিন
#ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে কতটা সাফল্য পাবে জানা নেই। কিন্তু তারা চেষ্টা করছে নিজেদের পারফরমেন্স যতটা উন্নত করা যায়। নতুন ওপেনার ব্যবহার করবে বাংলাদেশ। সাবির এবং মেহেদি হাসান মিরাজকে ওপেনার এর ভূমিকায় চেষ্টা করছেন শ্রীরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর।
আরও পড়ুন - প্র্যাকটিস ম্যাচে রিয়েল কাশ্মীরকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, ক্রমশ ছন্দে লাল হলুদ
বাংলাদেশ এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে। এই উপলক্ষে অনেকটা ভাঙাচোরা দল গঠন করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগমুহূর্তে চলছে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই বিশ্বকাপ তাদের লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হল দুই বছর পরের বিশ্বকাপ। বিসিবি সভাপতির এই বক্তব্যে অনেকটাই চাপমুক্ত টিম টাইগার।
advertisement
সব ম্যাচ হেরে গেলেও সমস্যা নেই। বরং সরাসরি সুপার টুয়েলভে ওঠার আর্থিক ফায়দাও আছে। আজ শুক্রবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকা।
advertisement
এতে বাংলাদেশেরও লাভ আছে। কোনও ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে ৭০ লক্ষ টাকা পুরস্কার! সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা।
advertisement
সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে ৪ কোটি টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এবার কি জোড়াতালি দেওয়া দল নিয়ে সংখ্যাটা বাড়ানো সম্ভব? সাকিব অধিনায়ক হিসেবে হয়তো নিজের শেষ বিশ্বকাপ খেলবেন। বাংলাদেশের নতুন প্রজন্মকে তুলে আনার বড় প্ল্যাটফর্ম হতে চলেছে এই টুর্নামেন্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 10:06 PM IST