প্র্যাকটিস ম্যাচে রিয়েল কাশ্মীরকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, ক্রমশ ছন্দে লাল হলুদ

Last Updated:

Emami East Bengal gets comprehensive win against Real Kashmir in practice match. প্র্যাকটিস ম্যাচে রিয়েল কাশ্মীরকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, ক্রমশ ছন্দে লাল হলুদ

কাশ্মীরের জালে বল পাঠাচ্ছেন 
ক্লেটন
কাশ্মীরের জালে বল পাঠাচ্ছেন ক্লেটন
#কলকাতা: ডুরান্ড কাপ অতীত। কলকাতা লিগে মূলত রিজার্ভ বেঞ্চ খেলাচ্ছে ইস্টবেঙ্গল। সেখানে খিদিরপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল এরিয়ানের বিপক্ষে। কিন্তু পঞ্চমীর দিন এক্সিলেন্স সেন্টারে রিয়েল কাশ্মীর দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলল লাল হলুদ। স্কোর লাইন ইস্টবেঙ্গলর পক্ষে ৩-০।
আরও পড়ুন - দয়া করে সম্মান থাকতে অবসর নিন, এবার রোনাল্ডোকে তীব্র আক্রমণ পর্তুগিজ সমর্থকদের!
প্রথমার্ধে গোল হয়নি ম্যাচে। যদিও বলের তখন ছিল ইস্টবেঙ্গলের পায়ে বেশি। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধে ক্রমশ বাড়ে লাল হলুদ দাপট। দুটো থেকে চারটে পাস খেলে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ছিল লাল হলুদ ফুটবলাররা। প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা। দ্বিতীয় গোল সুমিত পাসি।
advertisement
তৃতীয় গোল আসে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা সৌভিক চক্রবর্তীর পা থেকে। ডুরান্ড কাপে দেখা গিয়েছিল লাল হলুদ ডিফেন্সে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস ছাড়া বাকিদের মধ্যে বোঝাপড়া নেই। কিন্তু আজ দেখা গেল জেরি, অঙ্কিতরাও নিজেদের মানিয়ে নিয়েছেন। মাঝমাঠে ব্রাজিলিয়ান আলেক্স লিমা বুদ্ধিদীপ্ত ফুটবল খেললেন।
advertisement
তবে অস্ট্রেলিয়ার জর্ডান ডহার্থি এই লাল হলুদ দলটার নিউক্লিয়াস হতে চলেছেন। ডিফেন্স এবং আক্রমণের মধ্যে তিনি বজায় রাখেন আসল ব্যালেন্স। ম্যাচ শেষে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে দেখা গেল ফুটবলারদের নিয়ে হার্ডল করতে। বোঝাই যাচ্ছে ব্রিটিশ কোচ দেখনদারি সুন্দর ফুটবল খেলার মধ্যে বিশ্বাস করেন না।
advertisement
ডিরেক্ট ফুটবল এবং প্রতিপক্ষ বোঝে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল তার আসল অস্ত্র। সেটাই অনুশীলনের মাধ্যমে রপ্ত করানোর চেষ্টা চালিয়েছেন। তবে ব্রাজিলিয়ান সিলভা যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে মেলে ধরছেন। তার সঙ্গে একটা বোঝাপড়া গড়ে তুলছেন
সুহের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্র্যাকটিস ম্যাচে রিয়েল কাশ্মীরকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, ক্রমশ ছন্দে লাল হলুদ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement