Bangladesh vs New Zealand: এক বলে ৭ রান! বাংলাদেশের ফিল্ডিংয়ে হাসছে ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল ইসলাম ((Bangladesh vs New Zealand)৷

এক বলে সাত রান দেখাচ্ছেন আম্পায়ার৷ Photo-Twitter/BT Sport
এক বলে সাত রান দেখাচ্ছেন আম্পায়ার৷ Photo-Twitter/BT Sport
#কলকাতা: নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ৷ দ্বিতীয় টেস্টেও ইবাদত হোসেন, মোমিনুল হকদের থেকে লড়াকু ক্রিকেটের আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা (Bangladesh vs New Zealand)৷ কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একেবারেই ভাল গেল না বাংলাদেশের জন্য৷ তার উপর ক্রাইস্টচার্চের মাঠে প্রথম দিনেই বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সৌজন্যে বিরল ঘটনার সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট৷ যার ফলে বাউন্ডারি না মেরেই এক বলে সাত রান পেয়ে গেল নিউজিল্যান্ড৷
এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল ইসলাম৷ কিন্তু শুরু থেকেই বাংলাদেশি (Bangladesh) বোলারদের উপরে চেপে বসেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম এবং আর এক ওপেনার উইল ইয়ং৷ লাঞ্চ পর্যন্ত কাউকেই আউট করতে পারেননি বাংলাদেশি বোলাররা৷
advertisement
advertisement
লাঞ্চের পর খেলা শুরু হতেই প্রথম ওভারে বল করতে আসেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেন৷ ইয়ংয়ের ব্যাট ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে৷ দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বাংলাদেশি ফিল্ডার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন৷ তাঁর হাতে লেগে বল চলে যায় ফাইন লেগ বাউন্ডারির দিকে৷
advertisement
ফাইন লেগ বাউন্ডারি থেকে কিপার নুরুল হাসানকে বল ছুড়ে দেন ফিল্ডার৷ ততক্ষণে দৌড়েই প্রায় তিন রান নিয়ে ফেলেছেন দুই কিউই ওপেনার৷ কিন্তু বল হাতে পেয়েই বাংলাদেশি কিপার নুরুল হাসান নন স্ট্রাইকার এন্ডের ছুড়ে মারেন৷ তাঁর উদ্দেশ্য ছিল ইয়ংকে রান আউট করা৷
advertisement
কিন্তু বল উইকেটে না লেগে এবং অন্য ফিল্ডারদের নাগাল এড়িয়ে সোজা বাউন্ডারি পেরিয়ে যায়৷ যার ফলে সবমিলিয়ে এক বলেই সাত রান পেয়ে যায় নিউজিল্যান্ড৷
বাংলাদেশের দুর্ভোগ অবশ্য এখানেই শেষ হয়নি৷ ৫৪ রান করে শরিফুল ইসলামের বলে ইয়ং ফিরে গেলেও অধিনায়ক ল্যাথাম অপরাজিত শতরান করেন৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ৩৪৯৷ ১৮৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক ল্যাথাম৷ তিন নম্বরে নামা কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs New Zealand: এক বলে ৭ রান! বাংলাদেশের ফিল্ডিংয়ে হাসছে ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement