Bandhvi Singh Tribute To Bipin Rawat: অক্টোবরে শেষ দেখা, পিসেমশাই বিপিন রাওয়াতকে ১১টি সোনা জিতে উতসর্গ এই মেয়ের

Last Updated:

Cds Bipin Rawat: বিপিন রাওয়াতের মৃত্যুর খবর যখন শোনেন, তখন তিনি টুর্নামেন্টের মাঝপথে। তবুও ভেঙে পড়েননি। পিসেমশাইয়ের বলা কথাগুলো মনে পড়ে যায় তাঁর।

#নয়াদিল্লি: সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ হয়েছেন দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত। এই দুর্ঘটনায় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও মারা যান। এমন খবরে যখন গোটা দেশ স্তম্ভিত হয়েছিল, তখন তাঁর ভাগ্নি এবং জাতীয় শ্যুটার বান্ধবী সিং লক্ষ্য স্থির রেখেছিল। ১১টি সোনার পদক জিতেছেন বান্ধবী সিং। আর পদকগুলি তিনি উৎসর্গ করেছেন পিসেমশাই বিপিন রাওয়াত ও বাকি সেনা কর্মীদের। মধুলিকা রাওয়াতের ছোট ভাই যশবর্ধন সিংয়ের মেয়ে বান্ধবী সিং।
আরও পড়ুন- 'আমার মতো কুঁড়ে মানুষকে এতটা ভালবেসেছ', অনুষ্কার জন্য 'লাভ লেটার' বিরাটের
বান্ধবী সিং বলেছেন, 'এবার আমার একমাত্র লক্ষ্য ছিল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা। আমি প্রতিটি সোনা পিসেমশাই এবং তাঁর সঙ্গে শহিদ হওয়া যোদ্ধাদের উৎসর্গ করতে চেয়েছিলাম। আমি তাঁকে একজন মেন্টর এবং গাইড হিসাবে সব সময় মনে রাখব। গতবার চ্যাম্পিয়নশিপে আমি পাঁচটি সোনা সহ আটটি পদক জিতেছিলাম। এবার সোনার সংখ্যা দ্বিগুণ হয়েছে। এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি।
advertisement
অনুষ্ঠান শেষে দিল্লির উদ্দেশে রওনা হন-
advertisement
বান্ধবী সিং .২২ এবং ৫০ মিটার বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। অনুষ্ঠানের পর তিনি সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা দেন। শুক্রবারই দিল্লিতে দাহ করা হয় বিপিন রাওয়াতের পার্থিব শরীর। বান্ধবী সিং বলেন, বিপিন রাওয়াত কম কথা বলতেন। কিন্তু যতটা বলতেন তা ছিল অনুপ্রেরণামূলক কথা। তিনি সব সময় বলতেন, যখনই কোনো কাজ হাতে নেবে, সেটা শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম করবে না। তাঁর মৃত্যুর খবর জানার পরও লক্ষ্যে মনোনিবেশ করতে পেরেছিলাম সেই কারণেই।
advertisement
শেষবার দেখা হয়েছিল অক্টোবরে-
বান্ধবী সিং জানিয়েছেন, বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল অক্টোবর মাসে। পেরুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পর আমি নয়াদিল্লিতে পিসির বাড়িতে ২ দিন ছিলাম। বান্ধবী আরও বলেন, তিনি আমাকে তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তখন কী আর জানতাম, ওটাই হবে তাঁর সঙ্গে আমার শেষ দেখা! বান্ধবী এমপি শুটিং একাডেমির একজন সদস্য এবং তিনি বর্তমানে ইতিহাসে স্নাতক হওয়ার জন্য পড়ছেন।
advertisement
আরও পড়ুন- বিয়ের চার বছর, একসঙ্গে কতটা সুখে আছে বিরুষ্কা! ইনস্টাগ্রাম বলছে 'গোপন কথা'
দশম শ্রেণী পড়ার সময় থেকে তিনি শুটিং শুরু করেন। বান্ধবী সিং ক্লাস টুয়েলভে পড়ার সময় পর্যন্ত টানা ছয় বছর হকিতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। বান্ধবী সিং জানিয়েছেন, তিনি ইন্দোরে ডেইলি কলেজে পড়ার সময় শুটিংয়ের প্রতি আকৃষ্ট হন। বান্ধবী সিংয়ের বাবা যশবর্ধন সিং বলেছেন, প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত কিছুদিনের মধ্যে মধুলিকার পৈতৃক নিবাস শাহদোলে সৈনিক স্কুল খুলতে চেয়েছিলেন। শাহদোল আদিবাসী অধ্যুষিত এলাকা। ২০২২ সালের জানুয়ারিতে শাহদোলে যাওয়ার কথা ছিল বিপিন রাওয়াতের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bandhvi Singh Tribute To Bipin Rawat: অক্টোবরে শেষ দেখা, পিসেমশাই বিপিন রাওয়াতকে ১১টি সোনা জিতে উতসর্গ এই মেয়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement