হোম /খবর /খেলা /
Light Oval: খারাপ আলোয় আগেই বন্ধ খেলা, রোহিতকে নিয়ে উত্তাল টুইটার

Light Oval: খারাপ আলোয় আগেই বন্ধ খেলা, রোহিতকে নিয়ে উত্তাল টুইটার

উইকেটে আছেন বিরাট এবং জাদেজা

উইকেটে আছেন বিরাট এবং জাদেজা

রোহিত শর্মার দুর্দান্ত শতরান দেখে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে মজার কথা লিখেছেন বীরেন্দ্র সেহওয়াগ। হিন্দি সিনেমার লাইন ধার করে তিনি লিখেছেন, "শানদার, জবরদস্ত, জিন্দাবাদ"

  • Last Updated :
  • Share this:
#লন্ডন: সিরিজের দ্বিতীয় অর্ধশতরান পেলেন পুজারা। ১২৭ রান করে অলি রবিনসনের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। বলটা উইকেটে পড়ে স্লো হয়ে গেল। ক্যাচ ধরলেন ওকস। একই ওভারে জোড়া ধাক্কা রবিনসনের। ওভারের প্রথম বলে রোহিতকে তোলার পর শেষ বলে ফেরালেন পুজারাকে। ৬১ করে ফিরলেন পুজারা। মন্দ আলোর কারণে বন্ধ হয়ে গেল খেলা।তখনও দিনের খেলার ১৩ ওভার বাকি ছিল। ভারতের হয়ে ক্রিজে বিরাট ২২ এবং জাডেজা ৯ রানে। দুটি বাউন্ডারি মেরেছেন বিরাট। ওদিকে রোহিত শর্মার দুর্দান্ত শতরান দেখে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে মজার কথা লিখেছেন বীরেন্দ্র সেহওয়াগ। হিন্দি সিনেমার লাইন ধার করে তিনি লিখেছেন, "শানদার, জবরদস্ত, জিন্দাবাদ"।ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, " একজন উচ্চ মানের ক্রিকেটারের থেকে দুরন্ত একটা ইনিংস। হয়তো সিরিজের ভবিষ্যৎ নির্ণয় করে দিতে পারে। অনবদ্য ব্যাটিং। লিড বাড়িয়ে নাও"। ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, "এই মুহূর্তে ভারতের তিনটি ফরম্যাটে সেরা ব্যাটসম্যান। দারুণ, বাসায় বলতে পারব না। রাজকীয় ভঙ্গিতে শতরান। ম্যাচের পরিপ্রেক্ষিতে অপরিসীম গুরুত্ব"।
প্রাক্তন ইংলিশ তারকা ইয়ান বেল লিখেছেন," প্রথম বিদেশের মাঠে সেঞ্চুরি যে ভঙ্গিতে গড়লেন রোহিত শর্মা তা এককথায় অনবদ্য। টেক এ বাও। অনবদ্য ব্যাটিং"। ইরফান পাঠান লিখেছেন," ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার ফসল রোহিতের এই শতরান"।মহম্মদ কাইফ লিখেছেন," পরিস্থিতি বুঝে, লেট খেলে, পায়ের চমৎকার ব্যবহার, জুনিয়র ক্রিকেটাররা ব্যাটিংয়ের অনলাইন ক্লাস রোহিত শর্মার ইনিংস"। যুবরাজ সিং লিখেছেন, " তোমার প্রথম বিদেশের মাঠে টেস্ট শতরান দারুণ আনন্দ দিয়েছে। হিটম্যান ইউ বিউটি "।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: India vs england, Rohit Sharma