Jason Cummings: মেসির সঙ্গে বিশ্বকাপ খেলা ফুটবলার মোহনবাগানে! দাম শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
এই অস্ট্রেলিয়ান ফুটবলার মোহনবাগানের পথে
এই অস্ট্রেলিয়ান ফুটবলার মোহনবাগানের পথে
কলকাতা: ভারতসেরা হওয়ার পর পরই মোহনবাগান বেরিয়ে পড়েছে বাজার করতে, মেরিনার্স কর্তারা সবার আগেই ঝুলিতে ভরতে চান একজন আদর্শ স্ট্রাইকারকে। ২০২২ কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংসই তাদের মূল টার্গেট। অজি বিশ্বকাপারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর এজেন্টের সঙ্গে বাগান কর্তাদের বেশ কয়েক বার কথাবার্তা হয়েছে। এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।
তবে কথাবার্তা ইতিবাচকই রয়েছে। মোহনবাগানের টুইটারে প্রকাশ করা হয় কামিংসের ছবি, তাও সবুজ মেরুন জার্সিতে এবং সেখানে শিরোনাম দেওয়া হয় "আসছে! কামিংস আসছে!"। শোনা যাচ্ছে ট্রান্সফার ফি এবং মাইনে সমেত মোট ১১ কোটি টাকা খরচ হচ্ছে মোহনবাগানের এই ফুটবলারকে আনতে। তবে আসরে নেমেছে মুম্বাই সিটি এফসি। জেসনকে পেতে চায় তারাও।
advertisement
তবে মনে করা হচ্ছে, মোহনবাগান এগিয়ে। টুইটারে এই ছবি প্রকাশ হতেই ঝড় উঠে যায় সমর্থদের মধ্যে। শেষ মরশুমে মোহনবাগান আইএসএল জিতলেও তাদের কোনো পেশাদার স্ট্রাইকার ছিল না। দিমিত্রি পেত্রাতোসকে আনা হয়েছিল সেন্টার ফরোয়ার্ড হিসেবে এবং উইথড্রইং ভূমিকায়। তার থেকেও দারুন সাফল্য পেয়েছে ক্লাব, ১১ গোল করে তিনি আইএসএলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
advertisement
advertisement
স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো আর কোনও ঝুঁকি নিচ্ছেন দলের আক্রমনে তাই তিনি কোনো সাধারণ স্ট্রাইকার নয়, সম্প্রতি বিশ্বকাপ খেলা স্ট্রাইকার জেসন কামিংসকেই বেছে নিয়েছেন দলে। জেসন অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড উভয় দেশের জাতীয় দলেই খেলেছেন। তার বাবা একজন স্কটিশ এবং মা অস্ট্রেলীয়। তার জন্ম, ফুটবল শেখা সবই স্কটল্যান্ডেই।
advertisement
অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-২১ দলে খেলার পাশাপাশি স্কটল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলেছেন এক বছর। রেঞ্জার্স, ডান্ডির মত বিখ্যাত স্কটিশ ক্লাবে তিনি খেলেছেন। এমনকি তিনি বর্তমান প্রিমিয়ার লিগ খেলা ক্লাব নটিংহ্যম ফরেস্টেও খেলেছেন। সম্ভবত ২০২২ বিশ্বকাপে স্কটল্যান্ড খেলার আশা কম বলে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
২০২২-এ কামিংস অস্ট্রেলিয়ার জাতীয় দলে নির্বাচিত হন। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ান স্কোয়াডেও ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে প্ৰথম ম্যাচেই পরিবর্ত হিসাবে ৫৬ মিনিটে মাঠে নেমেছিলেন। বর্তমানে কামিংস খেলেন ‘এ’ লিগের সেন্ট্রাল কোস্ট মেরিনার্স-এর হয়ে। গত সিজনে সেন্ট্রাল কোস্টের হয়ে ২৬ গোল করে লিগের অন্যতম সেরা স্কোরারও হয়েছিলেন তিনি। ২৮ বছরের তারকা স্কটিশ এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগে ১১৬ গোল করে ফেলেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jason Cummings: মেসির সঙ্গে বিশ্বকাপ খেলা ফুটবলার মোহনবাগানে! দাম শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement