Cristiano Ronaldo : রোনাল্ডোকে দলে নিলে অশান্তির ঝড় বইবে! অ্যাটলেটিকো সমর্থকদের হুঁশিয়ারি ক্লাবকে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Atletico Madrid fans signing petition in order to boycot Cristiano Ronaldo. রোনাল্ডোকে চাই না! অ্যাটলেটিকো সমর্থকদের একটাই বাণী
#মাদ্রিদ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ক্লাব খুজে পাচ্ছেন না। কোন ক্লাব তাকে নিতে চাইছে না। এমন দিন দেখতে হবে কে ভাবতে পেরেছিল? কিন্তু এখন এটাই সত্যি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনার কথা সামনে আসতেই অনেক ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেতে চেয়েছিল। এরপর কিছু ক্লাব বিপুল অংকের বেতনের কারণে পিছিয়ে গেছে।
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, রোনালদো নাকি স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যেতে চান। প্রয়োজনে তিনি বেতন কমাতেও প্রস্তুত। এমন আলোচনা শুরু হতেই রোনালদোর বিরুদ্ধে মাঠে নেমেছেন আতলেতিকো সমর্থকেরা! তারা তাদের প্রিয় ক্লাবে রোনালদোকে চান না! পর্তুগিজ মহাতারকার ওপর আতলেতিকো সমর্থকদের এই রাগের কারণ খুব যৌক্তিক।
advertisement
advertisement
রিয়াল মাদ্রিদে খেলার সময় তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের কম যন্ত্রণা দেননি রোনালদো। ক্যারিয়ারে এই আতলেতিকোর বিপক্ষেই সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলেছেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো প্রতিবার তাদের কাছে হেরেই বিদায় নিয়েছে। রোনালদো না থাকলে তাদের ঘরে আরও কিছু ট্রফি যুক্ত হতে পারত। তাহলে সিআর সেভেনকে আতলেতিকো ভক্তরা মেনে নেবেন কেন?
advertisement
🚨 Atlético de Madrid fans have launched an online petition against the signing of Cristiano Ronaldo: "A clown that represents everything that is not Atleti." 😳#cristianoronaldo pic.twitter.com/0De0oyJD1C
— EverythingFootball97 (@EFootball97) July 25, 2022
তাই টুইটারে #ContraCR7 হ্যাশট্যাগ দিয়ে চলছে রোনালদোবিরোধী প্রতিবাদ। আতলেতিকো সমর্থকদের একটাই দাবি, কোনোভাবেই রোনালদোকে দলে নেওয়া যাবে না। একজন লিখেছেন, এই খেলোয়াড় যদি আতলেতিকোতে আসে, তাহলে আমি ক্লাব সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করব। আরেকজন লিখেছেন, সব ক্লাবের সমর্থকদের উচিত রোনালদোকে বর্জন করা।
advertisement
আরেকজনের বক্তব্য, আরেকজনের মতে, রোনালদো ‘ভাঁড়’ ছাড়া কেউ নন, রোনালদো এমন এক ভাঁড় ও দলে এলে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হবে। শুধু হ্যাশট্যাগ প্রতিবাদই নয়, রোনালদোর বিরুদ্ধে অনলাইনে পিটিশন নেওয়া শুরু করেছেন আতলেতিকো-ভক্তরা।
তাহলে আরও একটা দরজা বন্ধ হচ্ছে পর্তুগিজ তারকার জন্য সেটা পরিষ্কার। রোনাল্ডোর পরবর্তী ঠিকানা কোথায় সেটাই এখন দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 7:52 PM IST