ATK Mohun Bagan vs Gokulam : এশিয়া সেরার লড়াইয়ে গোকুলামকে হারানোর প্রস্তুতি শেষ মোহনবাগানের

Last Updated:

ATK Mohun Bagan ready for AFC Cup challenge against Gokulam Kerala. এশিয়া সেরার লড়াইয়ে গোকুলামকে হারানোর প্রস্তুতি শেষ মোহনবাগানের

মোহনবাগানের হাত ধরে কেরলের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে বাংলা
মোহনবাগানের হাত ধরে কেরলের বিরুদ্ধে প্রতিশোধের লক্ষ্যে বাংলা
#কলকাতা: আবার বাংলা বনাম কেরল লড়াই ফুটবলে। সন্তোষ ট্রফিতে কেরলের কাছে হেরেই রানার্স হতে হয়েছিল বাংলাকে। গোকুলামের কাছে হেরেই আই লিগ হাতছাড়া হয়েছে বাংলার ক্লাব মহমেডানের। বুধবার সেই গোকুলাম কেরলের বিরুদ্ধে সম্মুখ সমরে বাংলার এটিকে মোহনবাগান। আই লিগ থেকে সরাসরি আইএসএলের আসরে। ভারতের প্রথম দল হিসেবে টানা দু’বার আই লিগ জেতায় শনিবার রাতে গোকুলামের হোটেলে হয়েছে সংক্ষিপ্ত সেলিব্রেশন।
রবিবার ছিল ছুটি। সোমবার গোকুলাম এফসি’র কোচ ভিনসেঞ্জো আলবার্তো ছেলেদের নিয়ে নেমে পড়লেন প্র্যাকটিসে। গত দেড় বছরে কেরলের দলটি কিন্তু খুব বেশি ম্যাচে হারেনি। আলবার্তো বলেছেন,প্রতিপক্ষ হিসেবে এটিকে মোহনবাগান বেশ শক্তিশালী। তবে আমাদের ছেলেরা ছন্দে রয়েছে।
advertisement
advertisement
বুধবারের ম্যাচে লড়াই হবে। গোকুলাম যে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত তা জানেন এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো। সবুজ-মেরুন ফুটবলাররা গত শনিবার স্টেডিয়ামে বসে দেখেছেন গোকুলামের খেলা। মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর যে নির্ভরযোগ্য স্টপার সন্দেশ ঝিংগান অনেকটাই ফিট হয়ে উঠেছেন। মাঝে ফেরান্দো তাঁকে প্র্যাকটিসে বিশ্রাম দিয়েছিলেন।
advertisement
শেষ দু’দিন তিনি পুরোদমে অনুশীলন করেছেন। হ্যামস্ট্রিংয়ের চোট চলতি মরশুমে ভুগিয়েছে রয় কৃষ্ণকে। সবুজ-মেরুনের এএফসি কাপের প্রস্তুতি শুরু হয়েছে ২৫ এপ্রিল। পারিবারিক কারণে ফিজির ফুটবলারটি ৪ মে দলের সঙ্গে যোগ দেন। প্রথম দিকে ফিটনেসে ঘাটতি ছিল। ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। এখন তিনি পুরো ফিট।
সন্দেশ-কৃষ্ণ ফিট হওয়ায় স্বস্তিতে এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট। সুসাইরাজ ছাড়া দলের সকলেই ফিট। সুসাইরাজকে ছেড়ে দিয়ে আশিক কুরিয়েনকে নিচ্ছে মোহনবাগান। অফার দেওয়া হয়েছে বাংলার তরুণ সাইড ব্যাক তুহিন দাসকে। তাঁর সঙ্গে অবশ্য ঩প্রি-কন্ট্যাক্ট রয়েছে ইস্ট বেঙ্গলের।
advertisement
‘এ’ লিগে ভালে খেলা এক অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের দিকেই নজর ফেরান্দোর। গোকুলাম দলে আমিনু বৌবা, লুকা ম্যাসেম, শরিফ মহম্মদদের মত বিদেশি ফুটবলার আছে। ভারতীয় ফুটবলারদের মানও বেশ ভাল। তাই মোহনবাগানের পক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না।
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan vs Gokulam : এশিয়া সেরার লড়াইয়ে গোকুলামকে হারানোর প্রস্তুতি শেষ মোহনবাগানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement