ATK Mohun Bagan Juan Ferrando: পাসিং ফুটবলে রয় কৃষ্ণদের স্টাইল বদলে দিয়েছেন মোহনবাগানের নতুন কোচ ফেরান্ডো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan coach Juan Ferrando satisfied with new style of play. জয়ের থেকেও ফুটবলারদের নতুন স্টাইলে খেলার চেষ্টা আনন্দ দিয়েছে মোহনবাগানের নতুন কোচকে
পাস পাস এবং পাস। পাসের ফুলঝুরিতে প্রতিপক্ষকে নাকাল করাই তার বিশেষত্ব। যেমন অতীতে এফ সি গোয়ার কোচ থাকাকালীন দেখা গিয়েছিল। স্কোরলাইন বলছে পুরনো দল গোয়ার বিরুদ্ধে ২-১ জয় পেয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু যেটা বলছে না একাধিক গোলের সুযোগ ছিল সবুজ মেরুন ব্রিগেডের সামনে। হাবাসের আমলে লং বল বেশি খেলতে দেখা যেত দলটাকে।
advertisement
advertisement
ফেরান্ডো দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছেন নিজেদের দখলে বল রেখে যতটা সম্ভব মাটিতে পাস খেলার। ম্যাচের পর নতুন কোচ জানিয়েছেন তিন পয়েন্ট ঘরে আসায় তিনি যেমন খুশি, তেমনই ফুটবলাররা তার নতুন স্টাইল রপ্ত করার চেষ্টা করছেন দেখে তিনি আরো খুশি। একটা মরশুমের মাঝখানে একটা দলের খেলার স্টাইল বদলে ফেলা সহজ নয়। কিন্তু রয় কৃষ্ণ, মনবির, তিরি, দীপকরা চেষ্টা করছেন নতুন কোচের ফুটবল স্টাইল মেলে ধরার।
advertisement
এমনকি গোলরক্ষক অমরিন্দরকেও দেখা গিয়েছে লং বল উড়িয়ে না দিয়ে, ধরে ফ্রি ফুটবলার খুঁজে বল বাড়ানোর চেষ্টা করতে। হুয়ান মনে করেন তার একার পক্ষে এত তাড়াতাড়ি নতুন স্টাইল দলে ঢোকানোর সম্ভব হত না যদি ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা তাকে সাহায্য না করত। বাস্তব রায়ের থেকে গুরুত্বপূর্ণ ইনপুট পেয়েছেন। মোহনবাগান সমর্থকদের কথা দিয়েছেন সুন্দর ফুটবল উপহার দেওয়ার।
advertisement
স্প্যানিশ কোচ বলছেন পরের হায়দারাবাদ ম্যাচের আগে হাতে দিন চারেক সময় আছে। এর মধ্যে অনুশীলনে বাড়তি সময় দেবেন ফুটবলারদের নতুন স্টাইলে আরও নিখুঁত করে তুলতে। ওয়ান টাচ প্লে এবং ফলস নাইন নিয়েও পরীক্ষা করতে চান। ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৫ গোল করে নজর টানছেন লিস্টন কোলাসো।
গোয়ার বিরুদ্ধে যে গোলটা তিনি করেছেন, সেটা ইতিমধ্যেই আইএসএল ইতিহাসে অন্যতম সেরা গোল বলা হচ্ছে। ফেরান্ডো খুশি এই তরুণ প্রতিভাকে নিয়ে। খুশি যেভাবে প্রবীর দাস নিজেকে দীর্ঘদিন বাদে মেলে ধরেছেন। মনবীর সিং অক্লান্ত পরিশ্রম করেছেন। বুমু, কৃষ্ণ, লিস্টন - এই ত্রিভুজ নিয়ে আরও ঘষামাজা করতে চান। না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2021 8:10 PM IST