Asian Games 2023: ফের রুপো জয় ভারতের, সেলিংয়ে পদক নেহা ঠাকুরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: সেলিংয়ে রুপো পেলেন ভারতের নেহা ঠাকুর৷ ডিঙি -ILCA 4 ক্যাটাগরিতে ১১ রেসের পর ২৭ পয়েন্ট পেলেন তিনি৷
নয়াদিল্লি: এশিয়ান গেমসের তৃতীয় দিনেও পদক আসা শুরু ভারতের৷ ১৭ বছরের কিশোরী হাত ধরে এল রুপোর পদক৷ সেলিংয়ে রুপো পেলেন ভারতের নেহা ঠাকুর৷ ডিঙি -ILCA 4 ক্যাটাগরিতে ১১ রেসের পর ২৭ পয়েন্ট পেলেন তিনি৷
থাইল্যান্ডেক নোপ্পাসোরন খুনবোনজান সোনা পান৷ এদিনের ডিঙি সেলিংয়ে তাঁর ১৬ পয়েন্ট৷ সিঙ্গাপুরের কেইরা মারি কার্লিয়েল ব্রোঞ্জ পান৷ তিনি ২৮ পয়েন্ট পান৷
advertisement
এটা মঙ্গলবারের প্রথম পদক, আর সেলিংয়েও প্রথম পদক৷ সেলিং-এ, প্রতিযোগীর সবচেয়ে খারাপ স্কোর মোট পয়েন্ট থেকে বিয়োগ করে নেট স্কোর নির্ধারণ করা হয়। সর্বনিম্ন নেট স্কোর যাঁর তাঁকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়।
advertisement
🥈🌊 Sailing Success!
Neha Thakur, representing India in the Girl’s Dinghy – ILCA 4 category, secured the SILVER MEDAL at the #AsianGames2022 after 11 races⛵
This is India’s 1️⃣st medal in Sailing🤩👍
Her consistent performance throughout the competition has earned her a… pic.twitter.com/0ybargTEXI
— SAI Media (@Media_SAI) September 26, 2023
advertisement
মেয়ের ডিঙ্গি ILCA-4 বিভাগে ১১টি রেস হয়েছে এবং নেহা মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেছে। নেহার সবচেয়ে খারাপ রেসটি ছিল পঞ্চম যেখানে তিনি ২৭ এর নেট স্কোর নিয়ে শেষ করতে পাঁচ পয়েন্ট পেয়েছিলেন।
ILCA-4 লেজার সিরিজে একটি এক-ডিজাইনের ডিঙি শ্রেণী হিসাবে ক্লাসিফাই করা হয়েছে এবং এটি পালতোলা নৌকারই এটি একটি ডিজাইন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 12:15 PM IST