এশিয়া কাপের দলে থাকা কেএল রাহুল কি আদৌ ফিট, পরীক্ষা করবে বিসিসিআই নইলে কার ভাগ্যে ছিঁড়বে শিকে

Last Updated:

ওপেনার ক্রিকেটার কেএল রাহুলের পারফরম্যান্স টি টোয়েন্টিতে দারুণ৷ তিনি আইপিএল ২০২২ এ ৬১৬ রান করেছিলেন৷

KL Rahul completely fit for Asia Cup bcci set to conduct fitness test Shreyas Iyer . (Indian cricket team instagram)
KL Rahul completely fit for Asia Cup bcci set to conduct fitness test Shreyas Iyer . (Indian cricket team instagram)
#মুম্বই: কেএল রাহুল টি টোয়েন্টির ধামাল ক্রিকেটারদের মধ্যে একজন৷ কিন্তু আইপিএলের পরে তিনি আর কোনও মাচ খেলেননি? প্রথমে উনি চোট আঘাত নিয়ে চিন্তিত ছিলেন৷ এই কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল৷ এর পর অবশ্য ওয়েস্টইন্ডিজ সফরে তাঁর খেলার কথা ছিল৷ কিন্তু করোনা পজিটিভ হওয়ার জন্য তাঁর খেলা হয়নি৷ এবার এশিয়া কাপের জন্য তিনি এক বার ফের ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন৷ টি টোয়েন্টি টুর্নামেন্ট মোকাবিলাটি শুরু হবে ২৭ অগাস্ট৷ সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে আসর৷ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে নামবে সবকটি দল৷
ভারত ও পাকিস্তান ২৮ অগাস্ট একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে৷ ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি কেএল রাহুল এশিয়া কাপের জন্য নির্বাচিত হলেও তাঁর ফিটনেস টেস্ট হবে৷ বোর্ড সূত্রের দাবি , ‘‘রাহুল পুরোপুরিভাবে ফিট তাই তাঁকে ভারতীয় দলের জন্য বেছে নেওয়া হয়েছে৷ কিন্তু প্রটোকল অনুযায়ি বেঙ্গালুরুর এনসিএ-তে তাঁর ফিটনেস টেস্ট হবে৷ আগামী সপ্তাহে ফিটনেস টেস্ট হতে পারে৷ যদি তিনি ফিটনেস টেস্টে ফেল করেন তাহলে সংরক্ষিত প্লেয়ার শ্রেয়স আইয়ার সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন৷ ’’
advertisement
advertisement
দলকে অন্তত পাঁচটি ম্যাচ খেলতে হবে
এশিয়া কাপের প্রধান রাউন্ডের লড়াই ২৭ অগাস্ট থেকে শুরু হবে৷ এতে ৬ টি দল ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ একটি গ্রুপে ভারত, পাকিস্তান এবং যোগ্যতা অর্জনপর্ব থেকে আসা একটি দল খেলবে৷ এছাড়া অন্য গ্রুপে বাংলাদেশ , শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে৷
advertisement
এতে গ্রুপ রাউন্ডে সমস্ত দল ২ টি করে ম্যাচ খেলবে৷ এরপর প্রতি গ্রুপে টপ ২ টি দল সুপার ৪ এ খেলবে৷ এখানে প্রতিটা দল ৩ টি করে ম্যাচ খেলবে৷ অর্থাৎ টিম ইন্ডিয়া ৫ টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ যদি টিম ফাইনালে পৌঁছতে পারে তাহলে তারা ৬ টি ম্যাচ খেলবে৷ ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর৷
advertisement
ওপেনার ক্রিকেটার কেএল রাহুলের পারফরম্যান্স টি টোয়েন্টিতে দারুণ৷ তিনি আইপিএল ২০২২ এ ৬১৬ রান করেছিলেন৷ যদিও তাঁর দল লখনউ সুপার জায়ন্টস আইপিএলের ফাইনালে পৌঁছতে পারেনি৷ এতটাই নয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৩০ বছরের এই ক্রিকেটারের রেকর্ড দারুণ৷ ৫৬ ম্যাচে ৪১ গড়ে তিনি ১৮৩১ রান করেছেন৷ যাতে ২ টি শতরান, ১৬ টি অর্ধশতরান করেন৷ এবারের রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দল ৪ ক্রিকেটারকে পরীক্ষা করে দেখেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপের দলে থাকা কেএল রাহুল কি আদৌ ফিট, পরীক্ষা করবে বিসিসিআই নইলে কার ভাগ্যে ছিঁড়বে শিকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement