এশিয়া কাপের দলে থাকা কেএল রাহুল কি আদৌ ফিট, পরীক্ষা করবে বিসিসিআই নইলে কার ভাগ্যে ছিঁড়বে শিকে
- Published by:Debalina Datta
Last Updated:
ওপেনার ক্রিকেটার কেএল রাহুলের পারফরম্যান্স টি টোয়েন্টিতে দারুণ৷ তিনি আইপিএল ২০২২ এ ৬১৬ রান করেছিলেন৷
#মুম্বই: কেএল রাহুল টি টোয়েন্টির ধামাল ক্রিকেটারদের মধ্যে একজন৷ কিন্তু আইপিএলের পরে তিনি আর কোনও মাচ খেলেননি? প্রথমে উনি চোট আঘাত নিয়ে চিন্তিত ছিলেন৷ এই কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল৷ এর পর অবশ্য ওয়েস্টইন্ডিজ সফরে তাঁর খেলার কথা ছিল৷ কিন্তু করোনা পজিটিভ হওয়ার জন্য তাঁর খেলা হয়নি৷ এবার এশিয়া কাপের জন্য তিনি এক বার ফের ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন৷ টি টোয়েন্টি টুর্নামেন্ট মোকাবিলাটি শুরু হবে ২৭ অগাস্ট৷ সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে আসর৷ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে নামবে সবকটি দল৷
ভারত ও পাকিস্তান ২৮ অগাস্ট একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে৷ ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি কেএল রাহুল এশিয়া কাপের জন্য নির্বাচিত হলেও তাঁর ফিটনেস টেস্ট হবে৷ বোর্ড সূত্রের দাবি , ‘‘রাহুল পুরোপুরিভাবে ফিট তাই তাঁকে ভারতীয় দলের জন্য বেছে নেওয়া হয়েছে৷ কিন্তু প্রটোকল অনুযায়ি বেঙ্গালুরুর এনসিএ-তে তাঁর ফিটনেস টেস্ট হবে৷ আগামী সপ্তাহে ফিটনেস টেস্ট হতে পারে৷ যদি তিনি ফিটনেস টেস্টে ফেল করেন তাহলে সংরক্ষিত প্লেয়ার শ্রেয়স আইয়ার সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন৷ ’’
advertisement
advertisement
দলকে অন্তত পাঁচটি ম্যাচ খেলতে হবে
এশিয়া কাপের প্রধান রাউন্ডের লড়াই ২৭ অগাস্ট থেকে শুরু হবে৷ এতে ৬ টি দল ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ একটি গ্রুপে ভারত, পাকিস্তান এবং যোগ্যতা অর্জনপর্ব থেকে আসা একটি দল খেলবে৷ এছাড়া অন্য গ্রুপে বাংলাদেশ , শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে৷
advertisement
এতে গ্রুপ রাউন্ডে সমস্ত দল ২ টি করে ম্যাচ খেলবে৷ এরপর প্রতি গ্রুপে টপ ২ টি দল সুপার ৪ এ খেলবে৷ এখানে প্রতিটা দল ৩ টি করে ম্যাচ খেলবে৷ অর্থাৎ টিম ইন্ডিয়া ৫ টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ যদি টিম ফাইনালে পৌঁছতে পারে তাহলে তারা ৬ টি ম্যাচ খেলবে৷ ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর৷
advertisement
ওপেনার ক্রিকেটার কেএল রাহুলের পারফরম্যান্স টি টোয়েন্টিতে দারুণ৷ তিনি আইপিএল ২০২২ এ ৬১৬ রান করেছিলেন৷ যদিও তাঁর দল লখনউ সুপার জায়ন্টস আইপিএলের ফাইনালে পৌঁছতে পারেনি৷ এতটাই নয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৩০ বছরের এই ক্রিকেটারের রেকর্ড দারুণ৷ ৫৬ ম্যাচে ৪১ গড়ে তিনি ১৮৩১ রান করেছেন৷ যাতে ২ টি শতরান, ১৬ টি অর্ধশতরান করেন৷ এবারের রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দল ৪ ক্রিকেটারকে পরীক্ষা করে দেখেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2022 7:56 AM IST