Ashok Bhattachariya writes letter to Saurav Ganguly|| ঋদ্ধিমান দল থেকে বাদ! সৌরভকে ব্যক্তিগত চিঠিতে কী লিখলেন অশোক ভট্টাচার্য?

Last Updated:

Ashok Bhattachariya writes letter to Saurav Ganguly: ভারতীয় দল থেকে ঋদ্ধিমান সাহার বাদ পড়ায় মর্মাহত অশোক ভট্টাচার্য। সিদ্ধান্ত পুনর্বিবেচানার আর্জি জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

অশোক ভট্টাচার্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
অশোক ভট্টাচার্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
#শিলিগুড়ি: ঋদ্ধিমান সাহাকে নিয়ে সৌরভকে চিঠি লিখলেন অশোক ভট্টাচার্য। ভারতীয় দল থেকে ঋদ্ধিমান সাহার বাদ পড়ায় মর্মাহত অশোক ভট্টাচার্য। সিদ্ধান্ত পুনর্বিবেচানার আর্জি জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। আজই চিঠি পাঠিয়েছেন। অশোক ভট্টাচার্য বলেন, 'বঞ্চনার শিকার হয়েছে শিলিগুড়ির ঋদ্ধিমান। এর আগে সৌরভের সঙ্গে যখন এমনটা হয়েছিল, আমরা তখন প্রতিবাদ করেছিলাম। আজও প্রতিবাদের রাস্তা থেকে সরছি না। যে অজুহাতে তাঁকে দলের বাইরে রাখা হল, তার কারণ বোধগম্য হয়নি।
বর্ষীয়ান বাম নেতা বলেন, 'ওঁর যা ফিটনেস, তা অনেক ক্রিকেটারের নেই। আর পারফরমেন্স নিয়েও প্রশ্ন ওঠে না। শেষ টেস্ট ম্যাচেও দুরন্ত ব্যাটিং করেছেন। উইকেট কিপিং অসাধারণ।' তাহলে কেন বাদ পাপালি? বিষয়টি নিয়ে ফের বিবেচনা করুক ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাই আজ এই চিঠি বলে জানান প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা। সৌরভের সঙ্গে বরাবরই তাঁর ভাল সম্পর্ক। সেই সূত্রেই ব্যক্তিগতভাবে এই চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, বাম পুরবোর্ডের সময়ে ঋদ্ধিই ছিলেন পুরসভার ব্রান্ড অ্যাম্বাসাডর।
advertisement
advertisement
দল থেকে বাদ পড়ায় হতাশ ঋদ্ধির ছোটোবেলার কোচ জয়ন্ত মজুমদারও। তাঁর দাবি শ্রীলঙ্কা সিরিজে ঋদ্ধির বাদ পড়ার পিছনে চক্রান্তের গন্ধ রয়েছে। সব ক্ষেত্রেই অবসর জরুরী, এটা ঠিক। কিন্তু পাপালির ক্ষেত্রে কেন অন্য পদ্ধতি? ওর এখন যা বয়স, সেই বয়সের অনেক ক্রিকেটার জাতীয় দলে রয়েছেন। আর ওর ফিটনেস এবং পারফরমেন্স ভাল। নির্বাচকরাও কিছু বলছেন না। এ ভাবে ঋদ্ধিকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তকে মানতে পারছেন না তিনি। শিলিগুড়ির ছেলে পাপালির বাদ পড়া নিয়ে সরব গোটা শহর। শহরের প্রাক্তন, বর্তমান ক্রিকেটারেরা জোট বেঁধে প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ঋদ্ধি নিজেও ক্ষোভে ফুঁসছে। শহরের ক্রিকেটপ্রেমীরা একসুরে বলছেন, 'পাপালি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দলে না ফেরালে লাগাতার শহরজুড়ে আন্দোলনে নামবে শিলিগুড়ি।'
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ashok Bhattachariya writes letter to Saurav Ganguly|| ঋদ্ধিমান দল থেকে বাদ! সৌরভকে ব্যক্তিগত চিঠিতে কী লিখলেন অশোক ভট্টাচার্য?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement