Arshdeep Singh : কোহলির সেঞ্চুরির পর রোহিত গালাগাল দিয়েছিলেন? রাঁচিতে কী হয়েছিল! এমন উত্তর দিলেন অর্শদীপ সিং, হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arshdeep Singh : অর্শদীপ সিং ধীরে ধীরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ‘সবচেয়ে মজার চরিত্র’ হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন।
রাঁচি : অর্শদীপ সিং ধীরে ধীরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ‘সবচেয়ে মজার চরিত্র’ হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। সোমবার তিনি একটি ছোট ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি মজা করে বলেন, রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করেন তখন JSCA স্টেডিয়ামের প্যাভিলিয়ন থেকে রোহিত শর্মা চিৎকার করে কী বলেছিলেন!
রোহিতকে সেই ম্যাচে কোহলির সেঞ্চুরি উদযাপনের সময় বেশ উত্তেজিত দেখা যায়। তিনি জোরে হাততালি দিচ্ছিলেন এবং হিন্দিতে গালাগালি দিয়েছিলেন বলেও মনে করা হচ্ছিল। আর সেই সময় পাশে দাঁড়িয়ে অর্শদীপ হাসছিলেন।
Arshdeep Singh revealed what Rohit Sharma said when Virat Kohli scored his 52nd ODI Hundred yesterday.
– Arshdeep, What a character! pic.twitter.com/z4WrU0B0OG
— Tanuj (@ImTanujSingh) December 1, 2025
advertisement
advertisement
পঞ্জাব কিংসের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অর্শদীপ খুবই সিরিয়াস মুখে বলছেন, জনপ্রিয়তার চাহিদার কারণে তিনি ঠিক কথা জানাতে চলেছেন—রোহিত সেদিন কী বলেছিলেন! তবে পরে তিনি ভারতের বিখ্যাত মিমের সংলাপই বলতে শুরু করেন— “মুঝে Nadia পসন্দ হ্যায়”।
আরও পড়ুন- বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ! ক্যামেরা দেখে হাসলেন
তিনি বলেন, “আমাকে অনেক মেসেজ করে জিজ্ঞাসা করছে, রোহিত ভাই ঠিক কী বলেছিলেন বিরাট ভাইয়ের সেঞ্চুরির পর। তাই আমি বলছি তিনি কী বলেছিলেন! তিনি বলেছিলেন— ‘নীল পরি, লাল পরি, কমরে মে বন্দ, মুঝে নদিয়া পসন্দ…’।” রোহিতের আক্রমণাত্মক প্রতিক্রিয়াকে অনেকেই ভারতীয় ক্রিকেটের গুঞ্জনের ‘সমর্থন’ হিসেবে দেখছেন। সেই গুঞ্জন অনুযায়ী, রোহিত এবং কোহলি নাকি ২০২৭ বিশ্বকাপে খেলতে চান এবং সেই লক্ষ্য পূরণের জন্য তাঁরা দলের ‘সিস্টেম’–এর বিরুদ্ধে লড়ছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2025 10:51 PM IST








