#মুম্বই: অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় দিনে বড়সড় অঘটন ঘটল ভারতীয় দলের সঙ্গে, এমনটাই বলা চলে । ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১ - এটাই ভারতীয় ব্যাটসম্যানদের প্রত্যেকের রান ৷ সর্বোচ্চ রান ময়াঙ্ক আগরওয়াল (৯)-এর ৷ মাত্র ৩৬ রানেই দ্বিতীয় ইনিংস শেষ । অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে একরাশ লজ্জা সঙ্গী হল কোহলি ব্রিগেডের ৷ টেস্টের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটি ভারতের ৷
আর ঠিক এরপরেই ফের আরও একবার ঘৃণ্য রুচির পরিচয় দিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা । আবারও ভারতীয় দলের খারাপ পারফর্মেন্সের জন্য মারাত্মকভাবে ট্রোলড হতে হল বিরাট-পত্নী, বলিউড নায়িকা অনুষ্কা শর্মাকে । অনুষ্কা এখন গর্ভবতী । শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে তাঁর । তার মধ্যেও নক্কারজনক আক্রমণ করা হল নায়িকাকে । এর আগে কোহলির দল আইপিএল-এ খারাপ ফর্মে থাকার সময়েও অনুষ্কাকে ট্রোলড হতে হয়েছিল । এই ট্রেন্ড নতুন নয়। বারংবার এমন কুরুচিকর মন্তব্য ধেয়ে এসেছে অনুষ্কার দিকে ।
Virat to anushka tonight!! pic.twitter.com/VC3JCqDY17
— Blaugrana_de_cor (@Blaugranadecor) December 19, 2020
“Lads, Anushka’s going in labor, let’s make it quick yeah?” pic.twitter.com/hMUty0V9Ip
— notrophyszn (@ElGujju) December 19, 2020
Nashedi Shastri k liye kumble ko coach se hatwa diya Team selection meeting m biwi ka pallu pakad k aata h. 13 saal se RCB choker h. India team kutto ki tarah haar rahi par humare kohli ki koi galti nahi. He is the best captain. Jai Anushka. https://t.co/REjcaipi0K
— Robinhood (@WTF_Raggy) December 19, 2020
Anushka aur dhoni bhi hai kya playing 11 mei
— (@MeialienHu) December 19, 2020
এ বারও ৩৬ রানে ভারত অলআউট হতেই সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরে যায় ট্রোলিংয়ে । অনুষ্কার লেবার পেইন উঠেছে বলেই বিরাট তাড়াতাড়ি খেলা শেষ করে দিলেন, এমন মন্তব্যও করেন কেউ কেউ ।
অনুষ্কা বরাবরই স্পষ্ট বক্তা । এর আগে তিনিও বহুবার এই ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন । কড়া ভাষায় এর সমালোচনাও করেছেন । কিন্তু তারপরেও অবস্থার যে খুব বেশি পরিবর্তন হয়নি তা এই ঘটনা থেকেই স্পষ্ট ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।