Anushka Sharma-Virat Kohli : পিতৃদিবসে বিরাটকে বিশেষ শুভেচ্ছা জানাল ভামিকা, সমাজমাধ্যমে ভাইরাল সেই বার্তা

Last Updated:

Father's Day: সামনেই বিশ্বকাপের শেষ আটের লড়াই তার মধ্যেই পিতৃদিবসে বিরাটকে বিশেষ শুভেচ্ছা জানালেন কন্যা ভামিকা। সমজমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন বিরাট-পত্নী অনুষ্কা।

পিতৃদিবসে বিরাটকে বার্তা
পিতৃদিবসে বিরাটকে বার্তা
মুম্বই: দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলতে আপাতত আমেরিকায় কোহলি। আইপিএলে অসাধারণ ছন্দে থাকলেও বিশ্বকাপে এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি কোহলি। সামনেই শেষ আটের লড়াই তার মধ্যেই পিতৃদিবসে বিরাটকে বিশেষ শুভেচ্ছা জানাল কন্যা ভামিকা। সমজমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন বিরাট-পত্নী অনুষ্কা।
advertisement
advertisement
অনুষ্কা রবিবার একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে যে একটি ছোট এবং একটি বড় পায়ের ছাপ রয়েছে, নীচে লেখা ‘হ্যাপি ফাদার্স ডে’। ছবির ক্যাপশানে অনুষ্কা লিখেছেন, “কী ভাবে এক জন মানুষ এত কিছুতে পারদর্শী হতে পারেন! আমরা তোমায় ভালবাসি বিরাট”।
আরও পড়ুন: বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ কবে? কার সঙ্গে? বৃষ্টি বদলে দিল হিসেব
ছবিটি পোস্ট করার পরেই ভাইরাল হয়ে যায়। একজন কমেন্টে লেখেন, “সেরা ব্যাটসম্যান, সেরা স্বামী এবং এখন সেরা বাবা”। প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিরুষ্কা। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে বিরাট এবং অনুষ্কার ঘরে আসেন ভামিকা। তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রাখেন অকায়। যদিও এখনও তাঁদের পুত্র সন্তান অকায়ের মুখ দেখেননি ভক্তেরা। তাঁদের প্রথম সন্তান ভামিকার বেশ কিছু সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হলেও তাঁরা তাদের ভামিকাকে সমাজমাধ্যম থেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Anushka Sharma-Virat Kohli : পিতৃদিবসে বিরাটকে বিশেষ শুভেচ্ছা জানাল ভামিকা, সমাজমাধ্যমে ভাইরাল সেই বার্তা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement