চাকদা এক্সপ্রেস সিনেমার জন্য অনুষ্কা পরামর্শই নেননি বিরাটের! কারণ খোলসা করলেন কোহলি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Anushka Sharma intelligent enough not to take fast bowling tips from me says Virat Kohli. চাকদা এক্সপ্রেস সিনেমার জন্য অনুষ্কা পরামর্শই নেননি বিরাটের! কারণ খোলসা করলেন কোহলি
#মুম্বই: দীর্ঘ বিরতির পর অভিনেত্রী হিসেবে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস সিনেমায় ফিরেছেন অনুষ্কা শর্মা। কিন্তু মজার ব্যাপার হল, এই সিনেমায় অভিনয় করার জন্য নাকি বিরাট কোহলির থেকে এক বর্ণ পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।
অনুষ্কা এখানে যেহেতু ঝুলানর চরিত্রে অভিনয় করছেন, যিনি প্রধানত ফাস্ট বোলার এবং পরে ব্যাটসম্যান, তাই ফাস্ট বোলিং শেখাটাই ছিল আসল চ্যালেঞ্জ। সেটা ঝুলনের থেকে কিছুটা এবং অন্য ফাস্ট বোলিং কোচদের থেকে কিছুটা শিখেছেন তিনি। প্রশ্ন উঠতেই পারে, যার স্বামী স্বয়ং বিরাট কোহলি ক্রিকেটের বায়োপিক চরিত্র করার জন্য কেন তার সাজেশন নেওয়ার কথা ভাবলেন না অনুষ্কা?
advertisement
আরও পড়ুন - ভারতের ফিল্ডিং ক্লাব স্তরের, বিশ্বকাপে কপালে দুঃখ দেখতে পাচ্ছেন রবি শাস্ত্রী
বিরাট বলছেন অনুষ্কা ভেবেচিন্তেই এ কাজ করেছেন। ফাস্ট বোলিং অ্যাকশন শেখানোর ক্ষেত্রে তিনি বিশেষ গাইড করতে পারতেন না স্ত্রীকে। তার ওপর চরিত্রটা যখন মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর, তখন এর জন্য ঝুলনই অনুষ্কাকে টিপস দেওয়ার সঠিক ব্যক্তি। নিজেকে পৃথিবীর জঘন্যতম বোলার বলেছেন বিরাট।
advertisement
advertisement
তবে অনুষ্কার সঙ্গে পরিচয় হওয়ার আগে সিনেমা ব্যাপারটাকে অত্যন্ত সহজ মনে করতেন কোহলি। কিন্তু কিছু বিজ্ঞাপন করতে গিয়ে এবং স্ত্রীর কাজ দেখার পর বুঝতে শিখেছেন একটা সিনেমা তৈরি করা কম পরিশ্রমের কাজ নয়। কতবার রিটেক করতে হয়, আউটডোরে কঠিন অবস্থার মধ্যে শুটিং করতে হয়। প্রচুর পরিশ্রম। দিনে অর্ধেকের বেশি সময় শুটিং করলে শরীরে কিছু অবশিষ্ট থাকে না।
advertisement
তাই খেলার থেকে সিনেমা তৈরি সহজ কাজ মনে করেন না বিরাট। ঝুলনের বায়োপিক নিয়ে প্রচুর পরিশ্রম করছেন অনুষ্কা। ক্যারিয়ারের এই জায়গায় এসে নতুন করে ফাস্ট বোলিং শেখা কতটা কঠিন জানেন বিরাট। তার জন্য অভিনেত্রী হিসেবে অনুষ্কার শ্রমকে স্যালুট জানাচ্ছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 5:03 PM IST