ভারতের ফিল্ডিং ক্লাব স্তরের, বিশ্বকাপে কপালে দুঃখ দেখতে পাচ্ছেন রবি শাস্ত্রী
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Indian fielding not up to the standard of any top team says Ravi Shastri. ভারতের ফিল্ডিং ক্লাব স্তরের, বিশ্বকাপে কপালে দুঃখ দেখতে পাচ্ছেন রবি শাস্ত্রী
#মোহালি: তিনি যখন ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছিলেন সেই সময় দলের ফিল্ডিং কোচ ছিলেন আর শ্রীধর। নিঃসন্দেহে ফিল্ডিং সাইড হিসেবে ওই সময় ভারত অনেক বেশি উন্নত ছিল। বর্তমান ভারতীয় দলটা ফিল্ডিংয়ের দিক থেকে একেবারেই খারাপ। সেটা আবার প্রমাণ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে। দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেননি রবি শাস্ত্রী।
স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ভারতীয় দলটার ফিল্ডিং বিশ্বের প্রথম পাঁচটা দলের মধ্যে নয়। সরাসরি ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে আক্রমণ না করলেও রবি বুঝিয়ে দিয়েছেন এই জঘন্য ফিল্ডিং কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ডোবাবে। তিনটে ক্যাচ ফেলেছে ভারত। কে এল রাহুল, অক্ষর প্যাটেল খুব খারাপ এবং দৃষ্টিকটু ফিল্ডিং করেছেন।
রবি শাস্ত্রী মনে করেন এর দাম দিতে হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। বাজে ফিল্ডিং করা মানে প্রতি ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে অতিরিক্ত রান করতে হবে। সেটা রোজ সম্ভব নয়। আধুনিক ক্রিকেটে যখন ফিল্ডিং ম্যাচ জেতার অন্যতম চাবিকাঠি, সেখানে ভারত অনেকটাই পিছিয়ে আছে। এশিয়া কাপেও একই ছবি ধরা পড়েছিল। কোচ রাহুল দ্রাবিড় কেন দিলীপের সঙ্গে এই নিয়ে কথা বলছেন না সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন সমর্থকরা।
advertisement
advertisement
India vs Australia: Where is that X-factor?' Ravi Shastri slams Men in Blue's sloppy fielding in 1st T20I... Read on JioNews https://t.co/lRV4vGfC9q
— News Agriculturist Covai (@agricbe) September 21, 2022
এছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার না থাকা ভারতের পক্ষে বিশাল ক্ষতি। অন্যতম সেরা ফিল্ডার জাদেজা মাঠে থাকলে একাই ১৫-২০ রান বাঁচিয়ে দেন। সেটা এবার হবে না। তাকে পরিবর্ত করা অক্ষর প্যাটেল ফিল্ডার হিসেবে জাদেজার অর্ধেকও নন।
advertisement
তাই সিঁদুরের মেঘ দেখতে পাচ্ছেন ভারতীয় সমর্থকরা। দ্রুত বোলিং এবং ফিল্ডিং উন্নত করতে না পারলে অস্ট্রেলিয়ায় আবার ব্যর্থ হয়ে ফিরতে হবে মেন ইন ব্লু দের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 4:04 PM IST