Video: আইপিএল ফাইনালে হারের পর হায়দরাবাদের ড্রেসিংরুমে কাব্য মারান, বললেন, ‘আমার দিকে এভাবে তাকাবেন না...’

Last Updated:

হায়দরাবাদের যখন একটার পর একটা উইকেট পড়ছে, স্টেডিয়ামে তখন ছটফট করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক কাব্যা মারান। চোখে মুখে হতাশা স্পষ্ট ফুটে উঠছিল।

আইপিএল ফাইনালে হারের পর হায়দরাবাদের ড্রেসিংরুমে কাব্য মারান (Photo: Screengrab)
আইপিএল ফাইনালে হারের পর হায়দরাবাদের ড্রেসিংরুমে কাব্য মারান (Photo: Screengrab)
চেন্নাই: এমন একপেশে ফাইনাল শেষ কবে দেখেছেন মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও। রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমতো দুমড়ে মুচড়ে আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে দু’বার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা দল এমন তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভাবতেও পারেনি কেউ। যাকে বলে অসহায় আত্মসমর্পণ। ফাইনালে কলকাতার বিপক্ষে ১১৩ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। ১০.৩ ওভারেই ১১৪ রান তুলে চ্যাম্পিয়নের ট্রফি পকেটস্থ করে কেকেআর।
ফাইনালে কলকাতার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ওভার থেকেই তাণ্ডব শুরু করেন মিচেল স্টার্ক। পরপর দুই ওভারে তুলে নেন ২টি উইকেট। বল করতে এসে নিজের প্রথম ওভারেই হায়দরাবাদের ব্যাটিং অর্ডারকে ঝটকা দেন বৈভব অরোরাও। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যারিবিয়ান জাত আন্দ্রে রাসেল। হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি ২৪ রান করেন অধিনায়ক কামিন্স।
advertisement
advertisement
হায়দরাবাদের যখন একটার পর একটা উইকেট পড়ছে, স্টেডিয়ামে তখন ছটফট করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক কাব্য মারান। চোখে মুখে হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। শেষ দিকে নিজের টিমের শোচনীয় পারফরম্যান্স আর দেখতে পারেননি। নিজের জায়গা ছেড়ে উঠে চলে যান তিনি। তবে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে যান। খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। নিজের হতাশা ঝেড়ে ফেলে চাঙ্গা করেন ক্রিকেটারদের। বলেন, হতাশার জায়গা নেই। টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের জন্য প্রত্যেকের গর্ব করা উচিত।
advertisement
কাব্য বলেন, “আমি শুধু এ কথাই বলতে এসেছি, আপনারা আমাদের গর্বিত হওয়ার সুযোগ দিয়েছেন। টুর্নামেন্টে আপনাদের পারফরম্যান্স উঁচু তারে বাঁধা ছিল। আপনারা সবাই মিলে টি২০ ক্রিকেটকে নতুন সংজ্ঞা দিয়েছেন। সবাই আপনাদের পারফরম্যান্সের কথা আলোচনা করছে। আজকের দিনটা আমাদের ছিল না। এটা কোনও ব্যাপার নয়, এমন হয়। কেকেআর ফাইনাল জিতেছে, কিন্তু টুর্নামেন্ট জুড়ে আমাদের খেলার কথা সবার মুখে মুখে ঘুরছে। সবাই নিজের যত্ন নিন। আমার দিকে এভাবে তাকাবেন না।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Video: আইপিএল ফাইনালে হারের পর হায়দরাবাদের ড্রেসিংরুমে কাব্য মারান, বললেন, ‘আমার দিকে এভাবে তাকাবেন না...’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement