Dhonni Meye Theatre: মঞ্চ মাতাতে চলেছে পর্দার ‘ধন্যি মেয়ে’ ! জয়া বচ্চনের মনসা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আসলে জয়া বচ্চন অভিনীত হাস্যরসাত্মক রোম্যান্টিক ধারার ছবি ‘ধন্যি মেয়ে’ ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় এক মাইলফলক। আর এবার সেই ছবির উপর ভিত্তি করেই মঞ্চস্থ হবে নতুন নাটক ‘ধন্যি মেয়ে’।
কলকাতা: বড় পর্দার ‘ধন্যি মেয়ে’ এবার মঞ্চেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ‘ধন্যি মেয়ে’ অবতারে দেখা যাবে কাকে? আর মহানায়ক উত্তমকুমারের ভূমিকাতেই বা থাকছেন কোন অভিনেতা?
আসলে জয়া বচ্চন অভিনীত হাস্যরসাত্মক রোম্যান্টিক ধারার ছবি ‘ধন্যি মেয়ে’ ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় এক মাইলফলক। আর এবার সেই ছবির উপর ভিত্তি করেই মঞ্চস্থ হবে নতুন নাটক ‘ধন্যি মেয়ে’। এই নতুন নাটকটি পরিচালনা এবং ডিজাইন করেছেন বাপ্পা। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে এবং পজিটিভ নাট্যদল।
advertisement
advertisement

সবথেকে বড় কথা হল, জয়া বচ্চন অভিনীত মনসা চরিত্রে মঞ্চে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। আর মহানায়ক উত্তরকুমার অভিনীত কালীবাবুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি জহর রায় অভিনীত গোবর্ধন চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন অভিজিৎ গুহ। আর সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত রমলা দেবীর চরিত্রে দেখা যাবে বিন্দিয়া ঘোষকে। পার্থ মুখোপাধ্যায় অভিনীত বগলা চরিত্রে থাকছেন সুমিত কুমার রায়। আর তরুণ কুমার অভিনীত ডাক্তার চরিত্রে দেখা যাবে রাণা বসু ঠাকুরকে। আবার অনুভা দেবী অভিনীত চরিত্রে অভিনয় করবেন রিমি দেব। এছাড়া ‘ধন্যি মেয়ে’ নাটকের সঙ্গীত পরিচালনা করছেন মিত্রজিৎ।
advertisement


advertisement
পরিচালক বাপ্পা বলেন যে, “একটি জনপ্রিয় বিষয় নিয়ে আমরা কাজ করতে চাইছি। এই মুহূর্তে সমস্ত কঠিন বা রাজনৈতিক পটভূমির বাইরে বেরিয়ে দর্শকদের শুধু বিনোদন দিতে চাইছি আমরা অর্থাৎ এবং পজিটিভ নাট্যদল।”

তিনি আরও বলেন, “আসলে সকলেই মন খুলে হাসতে ভুলে গিয়েছেন। আর সেই হাসিই আবার ফিরিয়ে দেবে এই নাটক। আর বাঙালি ফুটবল নিয়ে বেঁচে আছেন, তাই মঞ্চে প্রথমবার বাঙালি ফুটবল খেলবেন, আর একটা ফুটবল স্টেডিয়ামের মধ্যে বসেই দেখতে পাবেন এই নাটকটি। সমস্ত পুরনো গান নতুন করে সাজিয়ে তোলা হবে মঞ্চে। আমরা আশা রাখি যে, এক অভিনব প্রচেষ্টার মাধ্যমে আবারও আমরা আমাদের সাম্প্রতিক নাটক নাজিয়ার মতো করে নাট্য দর্শকদের মন জয় করে নিতে পারব।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 2:47 PM IST