IND vs SA: ইডেনে নিরাপত্তার বজ্র আঁটুনি! বৈঠকে সিএবি-লালবাজার, দর্শকদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা

Last Updated:

IND vs SA 1st Test: টেস্ট ম্যাচ খেলার জন্য কলকাতায় রয়েছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার থেকে টেস্ট ম্যাচ। ইডেনে টেস্ট ম্যাচ এবং দুই দলের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

News18
News18
কলকাতা: দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে একাধিক শহরে। দিল্লিতে বিস্ফোরণের পর গোটা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। আপাতত টেস্ট ম্যাচ খেলার জন্য কলকাতায় রয়েছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার থেকে টেস্ট ম্যাচ। ইডেনে টেস্ট ম্যাচ এবং দুই দলের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। বুধবার সকালে নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যে অনুশীলন করল ভারতীয় দল।
ম্যাচ ঘিরে নিরাপত্তায় কোনওরকম ফাঁক-ফোঁকর রাখতে রাজি নয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও লালবাজার কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ইডেন এবং আশপাশের এলাকার নিরাপত্তা বারবার ব্যবস্থা খতিয়ে দেখছে। মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে সিএবি কর্তৃপক্ষের বৈঠকে বসছে।
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় সিএবিতে যাবেন কলকাতার পুলিশ কমিশনার। সেখানেই সিএবি কর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন। বৈঠকের পর পুরো ইডেন গার্ডেন্স পরিদর্শন করবেন পুলিশ কমিশনার। লালবাজার সূত্রে খবর, ইডেনে করা হতে পারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। স্টেডিয়ামের বাইরের পরিধি থেকে শুরু করে প্রবেশদ্বার এবং দর্শক আসন পর্যন্ত থাকবে বিশেষ নজরদারির বন্দোবস্ত।
advertisement
ম্যাচ চলাকালীন মাঠের বাইরে ও ভিতরে থাকবে জোরদার নিরাপত্তা। দর্শকদেরও আনা হবে নিরাপত্তা বলয়ের মধ্য। প্রতিটি দর্শককে অন্তত দু’বার করে মেটাল স্ক্যানারের মাধ্যমে তল্লাশি করা হবে। মাঠের ভিতর ও বাইরে থাকবে সাদা পোশাকের পুলিশ। ম্যাচ চলাকালীনও দর্শকদের গতিবিধিতে নজর রাখবে পুলিশ আধিকারিকরা। কোনও রকম ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ইডেনে নিরাপত্তার বজ্র আঁটুনি! বৈঠকে সিএবি-লালবাজার, দর্শকদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement