মহম্মদ শামির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের বড় কথা বলে দিলেন দাদা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Slams Indian Selectors For Ignoring Mohammed Shami: মহম্মদ শামি কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না তা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে জোর চর্চা। এবার শামির হয়ে ব্যাট ধরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন হিসেবে পরিচিত শামি শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুন মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ওডিআই বিশ্বকাপের পর এক বছরের বেশি সময় চোটে ভুগেছেন তারকা পেসার। তারপর চোট সারিয়ে ফিরলেও জাতীয় দলে জায়গা আর পাকা করতে পারেননি শামি।
advertisement
ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও শামিকে দলে রাখা হয়নি। আজিত আগারকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন নিজেই শামি। এবার সেই ক্ষোভের সুরে গলা মিলিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মতে, ফিটনেস ও পারফরম্যান্সে শামি এখনও ভারতের জন্য সম্পদ, তাই তাকে উপেক্ষা করার কোনো কারণ নেই।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “শামি এখনও দুর্দান্ত বল করছে। আমরা রনজি ট্রফিতে দেখেছি, কীভাবে সে একাই ম্যাচ জিতিয়েছে বাংলাকে। যদি ফিটনেস ও দক্ষতার কথা বলি, এটা সেই পুরনো শামিই।” তিনি আরও বলেন, “আমি নিশ্চিত নির্বাচকেরা বিষয়টি দেখছেন, কিন্তু আমার মতে, শামির মতো পেসারকে কোনো ফরম্যাটেই বাদ দেওয়ার প্রশ্নই আসে না।”
advertisement
advertisement
