Cristiano Ronaldo : ভারতে আসছেন রোনাল্ডো! এবার জানা গেল সিআরসেভেনের এদেশে আসার তারিখ!

Last Updated:

Cristiano Ronaldo- মেসি তো আসছেন কলকাতায়। কেমন হয় যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আসেন! না, আপাতত রোনাল্ডোর কলকাতায় আসার সম্ভাবনা নেই। তবে সিআরসেভেন-এর ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

News18
News18
কলকাতা: মেসি তো আসছেন কলকাতায়। কেমন হয় যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আসেন! না, আপাতত রোনাল্ডোর কলকাতায় আসার সম্ভাবনা নেই। তবে সিআরসেভেন-এর ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
AFC চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পর থেকে একদিকেই নজর সবার। এফসি গোয়া বনাম আল নাসের ম্যাচ। সেই ম্যাচ হবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। গোয়ার হোম ম্যাচ। ১৫ অগাস্ট ড্র-র পর ১৬ অগাস্ট সূচি জানানো হয়েছে AFC-র পক্ষ থেকে।
ভারতের দুটো দল AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে নামবে। গ্রুপ C-তে  মোহনবাগান, গ্রুপ D-তে এফসি গোয়া। সেই গ্রুপেই রয়েছে আল নাসের। আর তাতেই রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
advertisement
২০২৫-২০২৬ মরসুমের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র ড্রয়ে আল নাসরকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে। একই গ্রুপে রয়েছে ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল-জাওরা। আটটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে।
advertisement
৪০ বছর বয়সী রোনাল্ডো ২০২২ সালে রিয়াদের ক্লাব আল নাসেরে যোগ দেন। তার পরও কোনও বড় শিরোপা জিততে পারেননি ক্লাব। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় আল নাসের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
আল নাসেরের স্কোয়াডে রোনাল্ডোর পাশাপাশি রয়েছেন আরও তারকা। লিভারপুলের প্রাক্তম সাদিও মানে এবং সম্প্রতি চেলসি থেকে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স রয়েছেন।
advertisement

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-তে এফসি গোয়ার সূচি-

  • ১৭ সেপ্টেম্বর: এফসি গোয়া বনাম আল জ়াওয়ারা এসসি
  • ১ অক্টোবর: এফসি ইস্তিকলোল বনাম এফসি গোয়া
  • ২২ অক্টোবর: এফসি গোয়া বনাম আল নাসের
  • ৫ নভেম্বর: আল নাসের বনাম এফসি গোয়া
  • advertisement
  • ২৬ নভেম্বর: আল জাওয়ারা এসসি বনাম এফসি গোয়া
  • ২৪ ডিসেম্বর: এফসি গোয়া বনাম এসসি ইস্তিকলোল
  • ২২ অক্টোবর আল নাসের ভারতে আসবে। তবে রোনাল্ডো আসবেন কি না তা এখনও কনফার্ম নয়।
    view comments
    বাংলা খবর/ খবর/খেলা/
    Cristiano Ronaldo : ভারতে আসছেন রোনাল্ডো! এবার জানা গেল সিআরসেভেনের এদেশে আসার তারিখ!
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement