Arjun Tendulkar : সচিনের বাড়িতে বিয়ের সানাই, অর্জুনের হবু বউ কে? সানিয়ার পরিচয় শুনলে হা হয়ে যাবেন

Last Updated:

Saaniya Chandhok-Arjun Tendulkar- সচিন তেন্ডুলকরের বাড়িতে বিয়ের সানাই। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর বাগদান সেরে ফেললেন সানিয়া চান্দোকের সঙ্গে।

News18
News18
মুম্বই : সচিন তেন্ডুলকরের বাড়িতে বিয়ের সানাই। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর বাগদান সেরে ফেললেন। এই মুহূর্তে তাঁর পরিবার আবারও শিরোনামে। অর্জুন তেন্ডুলকার তাঁর শৈশবের বন্ধু সানিয়া চন্দোক-এর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। একে অপরকে আংটি পরিয়ে তাঁরা নিজেদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
কে এই সানিয়া চন্দোক? তিনি কতটা পড়াশোনা করেছেন? তিনি কী করেন? অর্জুনের তুলনায় তিনি কতটা শিক্ষিত? সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
সানিয়া মুম্বইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি Graviss Group-এর একজন। InterContinental Hotel, Baskin Robbins এবং Brooklyn Creamery-এর মতো বড় ব্র্যান্ড চালায় তারা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট। পাশাপাশি, তিনি একজন পোষ্যপ্রেমী এবং Mr. Paws Pet Spa & Store নামে একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। তিনি Veterinary Technician হিসেবে প্রশিক্ষিত। তাঁর শিক্ষাগত যোগ্যতা- LSE থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভ কি আবার প্রশাসক হচ্ছেন? জানা গেল বড় আপডেট, চিন্তা বাড়ল মহারাজের
বাগদানের অনুষ্ঠান ছিল একেবারেই ব্যক্তিগত। সেখানে শুধুমাত্র দুই পরিবারের লোক ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁরা বহু বছর ধরে বন্ধু ছিলেন এবং এখন সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিচ্ছেন। সানিয়া চন্দোক মুম্বাইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের কন্যা। তিনি হলেন রবি ঘাই-এর নাতনি এবং খুব শিগগিরই সচিন তেন্ডুলকার-এর পরিবারের বউ হতে চলেছেন।
advertisement
ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল মেরিন ড্রাইভ হোটেল-এর মালিক। জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘বাসকিন রবিনস’ (Baskin Robbins)-এরও অংশীদার। এছাড়াও, তারা পরিচালনা করে Graviss Goods & Food-এর মতো বড় কোম্পানি, যা হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Tendulkar : সচিনের বাড়িতে বিয়ের সানাই, অর্জুনের হবু বউ কে? সানিয়ার পরিচয় শুনলে হা হয়ে যাবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement