Diamond Harbour FC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত, বদলে গেল ডায়মন্ডহারবার! গোপন কথা 'ফাঁস'

Last Updated:

East Bengal vs Diamond Harbour Fc- বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে চুরমার। ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।

News18
News18
কলকাতা: মোহনবাগানকে হারানোর পরে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনালে সেরা একাদশই নামিয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন সুখন, রাকিপ, কেভিন, আনোয়ার, নুঙ্গা, সল ক্রেসপো, মহেশ, মিগুয়েল, বিপিন, এডমুন্ড, দিয়ামান্তাকোস। তার পরও শেষ রক্ষা হল না। লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে ডপরান্ড কাপের ফাইনাল ডায়মন্ডহারবার এফসি।
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারায় ইস্টবেঙ্গল। তার পর লাল-হলুদ সমর্থকরা আশা করেছিলেন, এবার অন্তত ডুরান্ড ট্রফিটা ক্লাবে আসবে। তবে সেই আশায় জল। বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে চুরমার। ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।
আরও পড়ুন- আপনি কি DREAM 11 খেলেন? টাকা দিয়ে টিম বানান? সাবধান! এবার আসছে বড় নিয়ম
ডায়মন্ডহারবার দলটা নিয়ে প্রবল উৎসাহী অভিষেক বন্দ্যেপাধ্যায়। আর সেটা বহুবার তিনি জানিয়েছেন। দলগঠনেও তাই বাড়তি যত্নবান ডায়মন্ডহারবার। দলের অন্যতম শীর্ষকর্তা মানস ভট্টাচার্য বলেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পাঁচ গোলে হেরেছিলাম আমরা। তখন দলের অনেকের মনোবল তলানিতে ঠেকেছিল। দলের প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ম্যাচের পর ফুটবলারদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজের আসরে অনেক কর্মকর্তারাও ছিলেন। সেদিন তিনি বলেছিলেন, আমরা নতুন দল। একটা ম্য়াচে হারার পর মনোবল হারালে চলবে না। তাঁর সেই পেপ-টক দলের সবাইকে উজ্জীবিত করেছিল।’
advertisement
advertisement
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে হারায় ডায়মন্ডহারবার। তার পর ইস্টবেঙ্গলকে হারিয়ে নতুন ইতিহাস লিখল তারা। সল্টলেক স্টেডিয়ামে প্রায় ১৯,০০০ দর্শকের সামনে ডায়মন্ডহারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করল। ডায়মন্ডহারবারে কর্তা মানস ভট্টাচার্য আরও বলে গেলেন, ভারতীয় ফুটবলে এখন বড় দল আর ছোট দলের ব্যবধান ক্রমশ কমছে। এখন আর তথাকথিত বড় দলেই হলেই ম্যাচ জেতা যাবে না। কারণ ভারতীয় ফুটবলে উপরের সারিতে থাকা দলগুলির সঙ্গে পরের দিকে থাকা দলের পার্থক্য আর বেশি নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Diamond Harbour FC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত, বদলে গেল ডায়মন্ডহারবার! গোপন কথা 'ফাঁস'
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement