Abhishek Banerjee: 'যাত্রা সবে শুরু...', ডুরান্ড ফাইনাল হারের পর 'অধিনায়কের' মত দলের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: ডুরান্ড ফাইনাল হারের পর ফের একবার নিজের দলের পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রশংসা করার পাশাপাশি জানিয়ে দিলেন বাংলার ফুটবলে তাদের যাত্রা সবে শুরু।
ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে ৫ গোল খেয়েছিল ডায়মন্ডহারবার এফসি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেপটকেই ঘুড়ে দাঁড়িয়েছিল বাংলার ফুটবলের নতুন ‘জায়ান্ট কিলার’ দল। তারপর স্বপ্নের দৌড়। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মত বড় দলকে হারিয়ে ফাইনালে পৌছায় ডায়মন্ডহারবার।
ফাইনালে শেষ রক্ষা হয়নি। বড় ম্যাচের চাপ ও নর্থইস্টে অপ্রতিরোধ্য অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি কিবু ভিকুনার দল। ৬-১ গোলে ফাইনাল হারে ডায়মন্ডহারবার। এবার ফাইনাল হারের পর ফের একবার নিজের দলের পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রশংসা করার পাশাপাশি জানিয়ে দিলেন বাংলার ফুটবলে তাদের যাত্রা সবে শুরু।
এক্স হ্যান্ডেলে নিজের পোস্টে অভিষেক লেখেন,”প্রথমবার ডুরান্ড কাপে খেলেই ডায়মন্ডহারবার এফসি ফাইনালে পৌঁছেছে। এমনটা আগে কেউ করতে পারেনি। এই অসাধারণ পথচলা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, বিশ্বাস আর গ্যালারির গর্জনের জন্য। হ্যাঁ, ট্রফিটা এবার হাতছাড়া হয়েছে। আমাদের ছেলেরা সর্বোচ্চটা দিয়েছে। নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে শ্রদ্ধা ও অভিনন্দন — দুর্দান্ত খেলে জিতেছে তারা।”
advertisement
advertisement
Bengal, you made us proud yesterday. 🙌
In our very first Durand Cup, @dhfootballclub fought its way all the way to the finals- something no debut team has ever done before. That journey was only possible because of you , your love, your belief, your voices in the stands. Every…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 24, 2025
advertisement
এখানেই না থেমে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও লেখেছেন,কিন্তু এটাই শেষ নয়, এটা শুরু। DHFC-ই এই বছর আই-লিগে বাংলার একমাত্র প্রতিনিধি। আমরা পশ্চিমবঙ্গের সম্মান বয়ে নিয়ে চলেছি — তোমাদের সমর্থনই আমাদের শক্তি। আমরা কথা দিচ্ছি — শিখব, আরও শক্তিশালী হয়ে ফিরব। প্রতিটি ব্যর্থতা হবে প্রত্যাবর্তনের জ্বালানি। খেলোয়াড়, কোচ এবং পুরো দলের প্রতি কৃতজ্ঞতা। আর আমাদের সমর্থকরা — তোমরাই আমাদের প্রাণ। এই পথচলা তো শুরু মাত্র।”
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 9:33 PM IST