‘‘ আমাকে ভুল বোঝা হচ্ছে ’’..... বিস্ফোরক মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে সোহেল

Last Updated:

ফাইনালের প্রথম বলা পড়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত করে দিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার আমির সোহেলের একটা মন্তব্য ৷

#লন্ডন: ভারত-পাক চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রথম বলা পড়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত করে দিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার আমির সোহেলের একটা মন্তব্য ৷ ফাইনালে ওঠার পিছনে সরফরাজদের নাকি কোনও কৃতিত্বই নেই ৷ এর পিছনে নাকি রয়েছে অন্য কোনও কারণ ৷ কী সেই কারণ ? সেটা খোলসা করে সোহেল না বললেও গোটা ক্রিকেটবিশ্বই এখন ধরে নিয়েছে, যে সোহেল আসলে ম্যাচ গড়াপেটার কথাই বলতে চেয়েছেন ৷
সোহেল এই বিতর্কিত মন্তব্য করেন, সেই একই অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও ছিলেন। এবং তাঁকে দেখেও মনে হয়, সোহেলের কথায় তাঁর সায় রয়েছে। মিয়াঁদাদও এব্যাপারে সোহেলকে সমর্থনই করেছেন বলে জানা যাচ্ছে ৷ এই বিষয় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলেও তাঁকেও অত্যন্ত বিরক্ত দেখায় ৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনা ছাড়া আর কিছুই করেন না মিয়াঁদাদ। তাই তাঁকে জয় উৎসর্গ করার কোনও প্রশ্নই ওঠে না।’’ সরফরাজের এই মন্তব্যের পর থেকেই খেপে গিয়েছেন মিয়াঁদাদ-ঘনিষ্ঠ সোহেল বলে পাক মিডিয়ার ধারণা।
advertisement
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিনই মিয়াঁদাদের জন্মদিন ছিল ৷ কিন্তু সেদিন নিজেদের জয় প্রাক্তন এই পাক ক্রিকেটারকে উৎসর্গ করতে চাননি সরফরাজ ৷কিন্তু এরপরই অবশ্য সোহেলের মন্তব্য ঝড় তুলেছে গোটা বিশ্বে ৷ চাপে পড়ে অবশ্য নিজেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সোহেল ৷ তিনি বলেন, ‘‘আমাকে ভুল বোঝা হচ্ছে। যা বলা হচ্ছে সেটা নয়, আমি কিন্তু বলতে চেয়েছিলাম, ওরা ফাইনালে উঠেছে সমর্থকদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে। বাইরের শক্তি বলতে এটাই বলতে চেয়েছি।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আমাকে ভুল বোঝা হচ্ছে ’’..... বিস্ফোরক মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে সোহেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement