কলকাতা: আগামী ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টি-টোয়েন্টি ম্যাচের পর শহরে ফের ক্রিকেটের মেগা ইভেন্ট। তবে এবার কোনও ক্রিকেট ম্যাচ নয়, বোর্ডের গুরুত্বপূর্ণ কর্মসূচি কলকাতায়। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হতে চলেছে শহরে (BCCI AGM to be held in Kolkata on December 4)।
৪ ডিসেম্বর বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভা অর্থাৎ এজিএম (BCCI AGM)। কলকাতায় বোর্ডের এজিএম আয়োজিত হওয়ার খবর জানান স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-পাকিস্তান সফর নিয়ে অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারের মনে প্রশ্ন আছে, বলছেন টিম পেইন
গত বছর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছিল সচিব জয় শাহের শহর আহমেদাবাদে। এবার বোর্ডের এজিএম আয়োজিত হতে চলেছে প্রেসিডেন্ট সৌরভের শহর কলকাতায়। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয় তবে গত বছর থেকে করোনার কারণে বছরের শেষে ডিসেম্বরে হচ্ছে এজিএম। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল বোর্ডের ৯০তম বার্ষিক সাধারণ সভা মুম্বইয়ে আয়োজিত হতে পারে। কারণ সেই সময় মুম্বইতে ভারত নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলবে। ফলে বোর্ড কর্তারা এমনিতেই উপস্থিত থাকবেন। তবে শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে আলোচনা করে এজিএম কলকাতায় ঠিক করা হয়।
বিসিসিআইয়ের ৯০ তম এজিএমে প্রেসিডেন্ট, সচিব কিংবা কোষাধ্যক্ষ পদে কোনও নির্বাচন থাকছে না। সৌরভ, জয় শাহদের পদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে আদালতের বিচারাধীন। তবে বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলে দু’জনের মেয়াদ পূর্ণ হচ্ছে ফলে দুটি জায়গা ফাঁকা হবে। এজিএমে দুটি শূন্যপদ পূরণ করা হবে। বোর্ডের ইলেক্টোরাল অফিসার ইতিমধ্যেই নোটিস জারি করেছেন।
আরও পড়ুন- ইংল্যান্ডই ফেভারিট, সেমিফাইনালে নামার আগে নিজেদের আন্ডারডগ বলছেন উইলিয়ামসন
১৭ নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে শূন্যপদের জন্য। প্রার্থীদের নাম ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। প্রত্যেকটি রাজ্য সংস্থার কাছে নোটিস পৌঁছে গেছে। এদিকে বিসিসিআই এজিএম দিন ঘোষণা হলেও এখনও এজেন্ডা ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে। টি২০ বিশ্বকাপের ব্যর্থতার প্রসঙ্গ উঠতে পারে। ঘরোয়া ক্রিকেটে আরো কিভাবে উন্নতি সম্ভব তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। ২০২২ মেগা আইপিএলের আয়োজন নিয়ে আলোচনা হবে। মহিলাদের সম্পূর্ণ আইপিএল কবে থেকে হবে সেই সংক্রান্ত আলোচনা হওয়ার কথা। শেষ আর্থিক বছরের হিসেব নিকেশ এবং আগামী বছরের বোর্ডের আর্থিক বাজেট পাস হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে এজিএমে।
ঈরন রায় বর্মন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI