আহমেদাবাদ: বিগত ১০ দিনে ৩ ক্রিকেটারের মৃত্যু হল গুজরাট। আর আশ্চর্যের বিষয় সকলেরই মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এমনই খবর স্থানীয় সংবাদ মাধ্যমের। প্রথম মৃত্যু হয়েছিল রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়ার। বয়স ছিল মাত্র ২৭। তারপর মৃত্যু হয় সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহানের। বয়স ছিল ৩১ বছর। আর শনিবার ফের ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বস্ত্রপুরের ৩৪ বছরের যুবক বসন্ত রাঠৌর। পরপর ৩ ক্রিকেটারের মৃত্যু অবাক করেছে সকলকেই।
ক্রিকেট খেলতে খুবই ভালবাসতেন বসন্ত রাঠৌর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী ছিলেন। কাজ করতের গুজরাটের জিএসটি দফতরে। ক্রিকেট প্রেমি হওয়ায় সুযোগ পেলেই মাঠে নামতেন তিনি। কিন্তু পছন্দের খেলার মাঠই যে তাঁর মৃত্যুর কারণ হবে তা ভাবতেও পারেননি। আমদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন বসন্ত। বল করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা অনুভব করেন বসন্ত।
আরও পড়ুন: Lionel Messi: তাঁর থেকেও সেরা কে, নিজেই জানালেন লিওনেল মেসি
সতীর্থদের অসুস্থতার কথা জানালে তারা তড়িঘড়ি পাশের ডেন্টাল কলেজে নিয়ে যান। কিন্তু বসন্তের অবস্থার আরও অবনতি হয়। শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। তারপর তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত কিছু করা যায়নি। হাসপাতালেই মারা যান বসন্ত। সতীর্থদের মতে বসন্ত খেলা শুরুর সময়ও পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ করেই অসুস্থ বোধ করেন। আর তারপর কিছু সময়ের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Death, Gujarat, Heart Attack