Lionel Messi: তাঁর থেকেও সেরা কে, নিজেই জানালেন লিওনেল মেসি

Last Updated:
Lionel Messi: নতুন বছরের শুরুতে নানা ক্ষেত্রে শুরু হয়েছে বছরের সেরা ফুটবলার বা বছরের সেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ড দেওয়ার পালা। এরই মধ্যে নিজের থেকেও সেরা কে, তার নাম বললেন লিওনেল মেসি।
1/6
নতুন বছরের শুরুতে নানা ক্ষেত্রে শুরু হয়েছে বছরের সেরা ফুটবলার বা বছরের সেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ড দেওয়ার পালা। লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডের তালিকায় লিওনেল মেসি সহ জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, রাফায়েল নাদালরা।
নতুন বছরের শুরুতে নানা ক্ষেত্রে শুরু হয়েছে বছরের সেরা ফুটবলার বা বছরের সেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ড দেওয়ার পালা। লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডের তালিকায় লিওনেল মেসি সহ জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, রাফায়েল নাদালরা।
advertisement
2/6
তবে বিশেষজ্ঞদের মতে এবার লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডের দৌড়ে এগিযে নাদাল ও মেসি। একজন ৩৬ বছরের দেশের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয় করেছেন। অপরজন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
তবে বিশেষজ্ঞদের মতে এবার লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডের দৌড়ে এগিযে নাদাল ও মেসি। একজন ৩৬ বছরের দেশের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয় করেছেন। অপরজন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
advertisement
3/6
 এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়ার পরই মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এবার এই অ্যাওয়ার্ড পাওয়ার একমাত্র যোগ্য দাবিদার লিওনেল মেসি।
এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়ার পরই মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এবার এই অ্যাওয়ার্ড পাওয়ার একমাত্র যোগ্য দাবিদার লিওনেল মেসি।
advertisement
4/6
কিন্তু এখানেই মেসি কত বড় মাপের এক ক্রীড়া ব্যক্তিত্ব তার প্রমাণ দিয়েছেন। মেসি রাফার প্রতিক্রিয়া দিয়েছেন এবং স্প্যানিশ টেনিস তারকাকেই সেরা বেছেছেন লিওনেল মেসি। নাদালকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
কিন্তু এখানেই মেসি কত বড় মাপের এক ক্রীড়া ব্যক্তিত্ব তার প্রমাণ দিয়েছেন। মেসি রাফার প্রতিক্রিয়া দিয়েছেন এবং স্প্যানিশ টেনিস তারকাকেই সেরা বেছেছেন লিওনেল মেসি। নাদালকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
advertisement
5/6
মেসি লিখেছেন,"যখন তোমার মতো কোনও ক্রীড়াবিদ এমন কথা বলে, তখন মুখের কোনও ভাষা থাকে না। নাদাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বার মাঠে নেমে যে ভাবে খেলো, তাতে মনে হয় এই সম্মানের তুমিই যোগ্য। তুমি সত্যিকারের বিজয়ী।"
মেসি লিখেছেন,"যখন তোমার মতো কোনও ক্রীড়াবিদ এমন কথা বলে, তখন মুখের কোনও ভাষা থাকে না। নাদাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বার মাঠে নেমে যে ভাবে খেলো, তাতে মনে হয় এই সম্মানের তুমিই যোগ্য। তুমি সত্যিকারের বিজয়ী।"
advertisement
6/6
লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডকে অনেকে খেল জগতের অস্কার বলে থাকেন। এই অনন্য সম্মান কে পাবে তা তো ঠিক করবেন বিচারকরা। আর উত্তর দেবে সময়। তবে দুই মহাতারকার একে অপরের সম্পর্কে ভাবনাকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।
লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাওয়ার্ডকে অনেকে খেল জগতের অস্কার বলে থাকেন। এই অনন্য সম্মান কে পাবে তা তো ঠিক করবেন বিচারকরা। আর উত্তর দেবে সময়। তবে দুই মহাতারকার একে অপরের সম্পর্কে ভাবনাকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।
advertisement
advertisement
advertisement