Youth Unusual Death: সালিশি সভায় ভয়ঙ্কর ঘটনা! তর্কাতর্কির মধ্যেই বেরিয়ে এল ধারাল অস্ত্র, তারপর...

Last Updated:

Youth Unusual Death: মৃত আশিকুলের বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে। সালিশি সভায় এই যুবককে খুনের অভিযোগের আঙুল উঠেছে আব্দুল রাকিবের বিরুদ্ধে

গ্রাম্য সালিশি তে বিবাদ, হাসপাতালে ভিড় স্হানীয়দের
গ্রাম্য সালিশি তে বিবাদ, হাসপাতালে ভিড় স্হানীয়দের
মুর্শিদাবাদ: গ্রামের সালিশি সভায় ভয়ঙ্কর কাণ্ড। তর্কাতর্কি চলাকালীন হঠাৎই ধারাল অস্ত্র বের করে হত্যা করা হল এক যুবককে! চাঞ্চল্যকর ঘটনাটি ফরাক্কার। মৃত যুবকের নাম আশিকুল শেখ ওরফে টনি (৩৪)।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কা থানার তোফাপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত আশিকুলের বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে। সালিশি সভায় এই যুবককে খুনের অভিযোগের আঙুল উঠেছে আব্দুল রাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পারিবারিক বিবাদের সমাধান করতে গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে সালিশ সভা বসেছিল তোফাপুর গ্রামে। সেই সময় হঠাৎই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় উত্তেজিত হয়ে আব্দুল রাকিব নামে ওই ব্যক্তি আশিকুল শেখ’কে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। উপস্থিত বাকিরা বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়। এরপরই অভিযুক্ত রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
advertisement
গ্রামের মানুষ তড়িঘড়ি আশিকুল শেখ ওরফে টনি’কে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে তোফাপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Youth Unusual Death: সালিশি সভায় ভয়ঙ্কর ঘটনা! তর্কাতর্কির মধ্যেই বেরিয়ে এল ধারাল অস্ত্র, তারপর...
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement