বিকট শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! চাপা পড়ে মৃত্যু, জখম! জগদ্দলে যা হল... আতঙ্ক!

Last Updated:

Jagaddal Building Collapse: রহস্যজনক বিকট শব্দ, তারপরই ভেঙে পড়ল বাড়ি! জগদ্দলে যা হল আতঙ্কে সকলে

+
জগদ্দলে

জগদ্দলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি!

উত্তর ২৪ পরগনা: বিকট শব্দ, তারপরই জগদ্দলে বাড়ি ভেঙে মৃত্যু এক মহিলার! ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তার পরই ধসে পড়ে একটি বাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের রুস্তম ঘুমটি এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছেন আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ইব্রানা খাতুন বয়স ২৬, ডাকনাম খুশবু। আহত ব্যক্তি তাঁরই ভাই।
advertisement
শব্দ শুনে বেরিয়ে এসে স্থানীয়রা দেখতে পান একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ওই বাড়ির নিচেই চাপা পড়ে ছিলেন ইব্রানা ও তাঁর ভাই। স্থানীয়দের তৎপরতায় ও পরে দমকল ও পুলিশ বাহিনীর সহযোগিতায় আহত ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রানার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে জানান, ঘটনাস্থলে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি পুরনো বেআইনি নির্মাণ ছিল।
advertisement
পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই এমন বেআইনি ও বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজন হলে সেগুলি ভেঙে ফেলার ব্যবস্থাও নেওয়া হবে। তবে ঠিক কী কারণে বিকট শব্দের সৃষ্টি হল এবং বাড়ি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিকট শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! চাপা পড়ে মৃত্যু, জখম! জগদ্দলে যা হল... আতঙ্ক!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement