কারা 'যোগ্য'? তালিকা খুব শীঘ্রই আসছে জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে! তার পর?
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Eligible Teachers: এসএসসি দুর্নীতিকাণ্ডের আবহে স্কুল শিক্ষা দফতর এবার দ্রুত পদক্ষেপ করছে। যাঁরা এখনও পর্যন্ত ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের তালিকা পাঠানো হচ্ছে জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে।
কলকাতা: কারা যোগ্য? কারা অযোগ্য? তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনে চলছে আন্দোলন। রাতভর নিজের দফতরে আটকে রয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বাইরে একই ভাবে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। এর মধ্যেই এল খবর। অযোগ্য’ বলে ঘোষিত হননি, এমন প্রার্থীদের তালিকা খুব শীঘ্রই পাঠানো হচ্ছে জেলার স্কুল পরিদর্শকদের কাছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে পাঠানো ওই তালিকাই এবার পৌঁছে যাবে জেলা স্তরে।
দফতর সূত্রে খবর, এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) উদ্দেশে ইমেল করা হয়েছে। উদ্দেশ্য একটাই— দ্রুত নির্দিষ্ট বিদ্যালয়গুলিতে সেই তালিকা পাঠিয়ে দেওয়া এবং সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য আপডেট রাখা। কমিশনের তরফে প্রাপ্ত তালিকা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে জেলা পরিদর্শকদের। জানা যাচ্ছে, এই যোগ্য তালিকায় নাম থাকা শিক্ষক-শিক্ষিকারাই পাবেন বেতন।
advertisement
advertisement
এই তালিকা DI অফিসে চূড়ান্ত ভাবে যাওয়ার আগে, তালিকা ভেরিফাই করতে আন্দোলনকারীদের প্রতিনিধিরা ভেতরে গিয়েছেন। এসএসসি ভবনে ঢুকতে দেখা যায় ১১ জনকে। যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানো হচ্ছে কি না এতেই জানা যাবে। একইসঙ্গে তাঁদের তরফে দেখা হবে ওই তালিকায় অযোগ্যদের বাদ রাখা হয়েছে কি না।
advertisement
স্কুল পরিদর্শকদের হাতে যোগ্য তালিকা পৌঁছনোর পর তা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলে দফতর সূত্রে জানানো হয়েছে। ফলে স্কুল স্তরে থাকা বহু শিক্ষক-শিক্ষিকাই এবার স্পষ্টভাবে জানতে পারবেন, তাঁদের অবস্থান ঠিক কোথায়।
advertisement
আগামী বুধবারের মধ্যে স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে ‘বৈধ’ শিক্ষকদের তালিকা
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানায় ,তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে। তবে সেই তালিকা তিনটি ফেজ়-এ (পর্যায়ে) পাঠানো হবে।
সহপ্রতিবেদন- অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 5:26 PM IST