Crime News: ঘুমিয়ে ছিলেন দম্পতি! মাঝরাতে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে যা ঘটাল... আঁতকে উঠল প্রতিবেশীরা

Last Updated:

Crime News: এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম বিশাল দাস।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘুম থেকে তুলে যুবককে খুনের অভিযোগ উঠল। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় যুবকের। ঘটনার পর অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাত ১টা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর হেলালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম বিশাল দাস। বিশাল দাস তাঁর স্ত্রীর সঙ্গে প্রত্যেক দিনের মতোই বুধবারও ঘুমাচ্ছিলেন। সেই অবস্থায় তাঁকে ঘুম থেকে উঠিয়ে ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এবং গলা কেটেই হত্যা করা হয় বিশাল দাসকে।
advertisement
advertisement
অভি‌যোগ, শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। অভিযোগ, মৃত বিশাল দাসের স্ত্রী শ্রাবণী দাসের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ঘুমিয়ে ছিলেন দম্পতি! মাঝরাতে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে যা ঘটাল... আঁতকে উঠল প্রতিবেশীরা
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement