Crime News: ঘুমিয়ে ছিলেন দম্পতি! মাঝরাতে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে যা ঘটাল... আঁতকে উঠল প্রতিবেশীরা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Crime News: এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম বিশাল দাস।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘুম থেকে তুলে যুবককে খুনের অভিযোগ উঠল। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় যুবকের। ঘটনার পর অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাত ১টা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর হেলালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম বিশাল দাস। বিশাল দাস তাঁর স্ত্রীর সঙ্গে প্রত্যেক দিনের মতোই বুধবারও ঘুমাচ্ছিলেন। সেই অবস্থায় তাঁকে ঘুম থেকে উঠিয়ে ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এবং গলা কেটেই হত্যা করা হয় বিশাল দাসকে।
advertisement
advertisement
অভিযোগ, শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। অভিযোগ, মৃত বিশাল দাসের স্ত্রী শ্রাবণী দাসের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2024 7:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ঘুমিয়ে ছিলেন দম্পতি! মাঝরাতে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে যা ঘটাল... আঁতকে উঠল প্রতিবেশীরা










