Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Hooghly News: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র ২ টাকার থেকে কম দামে।
গোঘাট: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু’টাকার থেকে কম দামে। অর্থাৎ দশ টাকায় ৬ টা পান। এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোঘাট ও আরামবাগে।
শুধু তাই নয় ফোন করলেই আরামবাগ শহর থেকে ১০কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছে এই মিষ্টি পান। তার জন্য ছেলেরা একটি বাইক ও একটি টোটো নিয়ে সবসময় তৈরি রয়েছে। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলীর।
advertisement
advertisement
জানা যায়, এদিনই তাঁর পান ব্যবসার ছয় বছর পূর্ণ হল। বুধবার থেকে আগামী চারদিনে তিনি মাত্র দু’টাকার কমে বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকোলেট পান-সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজন খুশি এই অফারে।
advertisement
পান স্টলের কর্ণধার দিগম্বরবাবুর জানান, আমি ছোট ব্যবসায়ী। সকলকে মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই। তাই পান খাইয়েই সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনি বলেন চারদিন দিন ধরে চলবে এই পরিষেবা। আর এটার লক্ষ্য হল, তার এই পূর্তিবর্ষ উপলক্ষে যদি ফ্রিতে সাধারণ মানুষকে পান খাওয়াই তাহলে তার ব্যবসা অনেকটাই প্রচার বাড়বে।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2024 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!









