Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!

Last Updated:

Hooghly News: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু  এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র ২ টাকার থেকে কম দামে।

+
পানের

পানের দোকান

গোঘাট: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু  এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু’টাকার থেকে কম দামে। অর্থাৎ দশ টাকায় ৬ টা পান। এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোঘাট ও আরামবাগে।
শুধু তাই নয় ফোন করলেই আরামবাগ শহর থেকে ১০কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছে এই মিষ্টি পান। তার জন্য ছেলেরা একটি বাইক ও একটি টোটো নিয়ে সবসময় তৈরি রয়েছে। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলীর।
advertisement
advertisement
জানা যায়, এদিনই তাঁর পান ব্যবসার ছয় বছর পূর্ণ হল। বুধবার থেকে আগামী চারদিনে তিনি মাত্র দু’টাকার কমে বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকোলেট পান-সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজন খুশি এই অফারে।
advertisement
পান স্টলের কর্ণধার দিগম্বরবাবুর জানান, আমি ছোট ব্যবসায়ী। সকলকে মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই। তাই পান খাইয়েই সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনি বলেন চারদিন দিন ধরে চলবে এই পরিষেবা। আর এটার লক্ষ্য হল, তার এই পূর্তিবর্ষ উপলক্ষে যদি ফ্রিতে সাধারণ মানুষকে পান খাওয়াই তাহলে তার ব্যবসা অনেকটাই প্রচার বাড়বে।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement