Deepika Padukone Pregnancy: দীপিকা-রণবীরের সন্তান নিয়ে বিগ 'সিক্রেট' ফাঁস বোন অনিশার, প্রথমবার মুখ খুলতেই তোলপাড়...!
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Deepika Padukone Pregnancy: গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সির খবর প্রথম সামনে আনেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে পোস্ট করেন রণবীর সিংও।
মুম্বই: দীপিকা-রণবীরের জীবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়।। মা হবেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং হবু বাবা। গত মাসেই এই খবর জানিয়েছিলেন বলিউডের হিট দম্পতি। এবার এই নিয়ে মুখ খুললেন দীপিকার বোন অনিশা পাড়ুকোন। ‘আইডিভা’তে ‘মাইফিটনেস’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন হবু মাসি অনিশা।
অনিশা বলেন, ‘দারুণ, দারুণ লাগছে। প্রথমবারের অনুভূতি সবসময় স্পেশাল’। বাচ্চাকে সবচেয়ে বেশি কে আশকারা দিয়ে মাথায় তুলতে পারে, সাক্ষাৎকারে সে কথাও ফাঁস করেছেন আনিশা। তাঁর মতে, ‘আশকারা! এটা বলা কঠিন। আমি রণবীরের নাম নিতে চাই। তবে সিক্সথ সেন্স বলছে, আমার মা-বাবাও কম যাবেন না’।
advertisement
advertisement
গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সির খবর প্রথম সামনে আনেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে পোস্ট করেন রণবীর সিংও। এই দম্পতি আরও জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসতে চলেছে। বাফটা-র রেড কার্পেটে দীপিকার বেবি বাম্পের ছবি ধরা পড়ে। তারপর থেকেই জল্পনা চলছিল। অবশেষে ফেব্রুয়ারিতে প্রেগন্যান্সির খবর জানান রণবীর-দীপিকা।
advertisement
একাধিক সাক্ষাৎকারে সন্তান নিয়ে খোলাখুলি কথাও বলতেন রণবীর-দীপিকা। কয়েক বছর আগে রণবীর বলেছিলেন, তিনি দীপিকার মতো কন্যাসন্তান চান। ‘দ্য বিগ পিকচার’ শো-তে রণবীর বলেন, ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গিয়েছে। ২-৩ বছরের মধ্যে সন্তানও হবে। ভাইসাব, ছোটবেলায় আপনাদের ভাবিকে কি সুন্দরই না দেখতে ছিল। আমি তো প্রতিদিন দীপিকার ছোটবেলার ছবি দেখি, আর বলি, এরকম সুন্দর একটা সন্তান দাও আমাকে। ব্যস, জীবনে আর কী চাই’! দীপিকাও বলেছিলেন, তিনি এবং রণবীর ছোটদের খুব ভালবাসেন। খুব শীঘ্রই সন্তান নিতে চান।
advertisement
সম্প্রতি, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। হাতে পরপর বেশ কয়েকটি কাজ রয়েছে রণবীর-ঘরণীর। প্রভাসের ‘কল্কি ২৯৮৯ এডি’-তেও দেখা যাবে দীপিকাকে। এর পাশাপাশি তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকেও থাকছেন বলে জানা গিয়েছে। আর রণবীর শীঘ্রই শুরু করতে চলেছেন বহু প্রতীক্ষিত ‘ডন ৩’। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 4:00 PM IST