স্কুল গেমসে যোগা'র অন্তর্ভুক্তি মান উন্নয়ন হবে ছাত্রছাত্রী'র !

Last Updated:

কুল গেমসে যোগা'র অন্তর্ভুক্তি, শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে ছাত্র-ছাত্রীর, ফলে লেখাপড়ার আরও মান উন্নয়ন হবে

স্কুল গেমসে যোগা'র অন্তর্ভুক্তি ছাত্র-ছাত্রীদের আরও মানসিক বিকাশ ঘটবে
স্কুল গেমসে যোগা'র অন্তর্ভুক্তি ছাত্র-ছাত্রীদের আরও মানসিক বিকাশ ঘটবে
হাওড়া, রাকেশ মাইতি: স্কুল গেমসে যোগা! স্কুল গেমসে যোগা অন্তর্ভুক্তি ঘটবে শারীরিক ও মানসিক বিকাশ। ছাত্র-ছাত্রীদের আরো মান উন্নয়ন ঘটবে। কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর আয়তায় প্রথমার, রিদ্মিক ট্রেডিশনাল এবং আর্টিস্টিক যোগা প্রদর্শনে অংশগ্রহণ করল ছাত্র-ছাত্রীরা।
প্রায় একমাস আগে স্কুলের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করে। এরপর ২০ শে আগষ্ট বুধবার হাওড়া জুজারসাহা পি এন মান্না ইনস্টিটিউশন স্কুল অডিটোরিয়ামে হাওড়া সদরের ৩২ টি স্কুলের ২১৭ জন ছাত্র-ছাত্রী যোগা প্রদর্শন করে।
এবার যোগা’র মধ্য দিয়ে স্কুল পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে ছেলে মেয়েরা।  অংশগ্রহণের নির্বাচনী পর্ব থেকেই উৎসাহ চোখে পড়ার মত। অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বিভাগে অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে’, বন্ধুকে মেসেজ করেই এ কী কাণ্ড করে বসল!
এ প্রসঙ্গে জেলা সদর স্কুল গেমস্ সম্পাদক শিক্ষক পুলক মাজি জানান, শিক্ষা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি এবং শরীর নিরোগ রাখতে যোগা গুরুত্ব অসীম। এতদিন শরীর সুস্থ রাখতে পারিবারিক উদ্যোগে যোগা অভ্যাসে আগ্রহ তো ছিলই। এবার স্কুল গেমসে যোগা অন্তর্ভুক্তির ফলে, স্কুলের মাধ্যমে যোগা\’য় আরও আগ্রহ বাড়বে ছাত্র-ছাত্রী\’র। তাতে ছেলেমেয়েদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে।
advertisement
এর পাশাপাশি ভবিষ্যতে চাকরি ক্ষেত্রেও যোগা\’র মানপত্র বাড়তি সুযোগ দেবে ছেলে মেয়েদের। সেই দিক থেকে প্রথমবার স্কুল গেমসে যোগা অন্তর্ভুক্তিতে ছেলেমেয়েদের নিয়ে উৎসাহিত বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল গেমসে যোগা'র অন্তর্ভুক্তি মান উন্নয়ন হবে ছাত্রছাত্রী'র !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement