'ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে', বন্ধুকে মেসেজ করেই এ কী কাণ্ড করে বসল!
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মঙ্গলবার রাতে তিনি হঠাৎই 'ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে' বলে একটি মেসেজ করেন। তারপরই ফোনটি বন্ধ করে দেন। ফলে ওই বন্ধু চেষ্টা করলেও আর যোগাযোগ করতে পারেননি
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য ছেলেকে ডাকেন। ঘরের বন্ধ দরজায় টোকা দিলেও ওপার থেকে সাড়া পাওয়া যায়নি। এভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখে সামনে ঝুলছে ছেলের ঝুলন্ত দেহ! চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার।
মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের নুঙ্গি চকচান্দুর বাসিন্দা সঞ্জীব পাত্র ( ৩২)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথম ওই যুবকের বাবা তাঁর দেহটি দেখতে পান। তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়লে পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। জানা গিয়েছে, সঞ্জীব স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন ধরেই তিনি বেশ চুপচাপ হয়ে গিয়েছিলেন। বাড়িতে ঠিক করে খাচ্ছিলেন না। যদিও এমন আচরণ পরিবর্তনের কারণ তাঁরা জানেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঝাড়গ্রামের বাঙালিদের মাছে-ভাতে রাখতে নেওয়া হল এই ব্যবস্থা
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতেও খেতে বসে সামান্য একটু খাবার খেয়ে উঠে নিজের ঘরে চলে গিয়েছিলেন সঞ্জীব। তারপর ঘরের দরজা বন্ধ করে দেন। বুধবার সকালে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে মৃত যুবকের এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি হঠাৎই ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে’ বলে একটি মেসেজ করেন। তারপরই ফোনটি বন্ধ করে দেন। ফলে ওই বন্ধু চেষ্টা করলেও আর যোগাযোগ করতে পারেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘাটালে মুক্তির আনন্দ! অবশেষে নামল জল
পরেও ওই বন্ধু তাঁর আরও বেশ কিছু পরিচিতজনকে সঞ্জীব পাত্রের পাঠানো মেসেজের স্ক্রিনশট পাঠান। এই বিষয়টিও খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। সত্যিই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা এবং যদি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েও থাকে, সেই কারণেই ওই যুবক এমন একটি চরম সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 6:38 PM IST