ঝাড়গ্রামের বাঙালিদের মাছে-ভাতে রাখতে নেওয়া হল এই ব্যবস্থা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
বর্ষাকাল বেশিরভাগ মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত সময়। সেই দিকে লক্ষ্য রেখে এই হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীদিনে জেলার মৎস্যজীবীদের সরাসরি অন্যত্র নিয়ে গিয়ে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: ঝাড়গ্রামের বাঙালিকে মাছে-ভাতে রাখার উদ্যোগ। উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। দৈনন্দিন খাদ্য তালিকায় বাঙালির সঙ্গে চিরাচরিত ভাবে ঠাঁই পায় নানা ধরনের মাছ। তবে খাল, বিল, পুকুর কমে যাওয়ার কারণে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিতে মাছের চাহিদা সবসময়। এই দিকটা মাথায় রেখে মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের রোজগার বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঝাড়গ্রামের মৎস্যজীবীদের মাছ চাষ বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মিঠা জলে আধুনিক পদ্ধতিতে কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হাতে-কলমে তার প্রশিক্ষণ দেওয়া হল। এই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ কুনামী হাঁসদা, রাজ্য কমিটির সম্পাদক মদনমোহন মণ্ডল, বিকাশ চন্দ্র জানা, অক্ষয় কুমার সাহু সহ বিশিষ্টরা।
advertisement
আরও পড়ুন: ঘাটালে মুক্তির আনন্দ! অবশেষে নামল জল
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার পক্ষ থেকে একদিনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার বহু মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরের অংশ নেন। কেন্দ্রীয় মিঠা জল জীব পালন সংস্থা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পাবদা, শিঙি ও ট্যাংরা মাছের প্রজনন নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
বর্ষাকাল বেশিরভাগ মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত সময়। সেই দিকে লক্ষ্য রেখে এই হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীদিনে জেলার মৎস্যজীবীদের সরাসরি অন্যত্র নিয়ে গিয়ে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা নিজেরা সহজেই মাছের ডিম ফোটাতে সক্ষম হবেন।
আরও পড়ুন: বৃষ্টি কমলেও জল বাড়ছে এই দুই নদীতে! উলটপুরাণে বন্যা পরিস্থিতি
নবরূপে গঠিত হয় অ্যাকোয়া ফার্মাস অ্যান্ড ফিশারমেন ওয়েলফেয়ার ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটি। রাজ্য কমিটির সম্পাদক মদনমোহন মণ্ডল বলেন, আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে এখান থেকে মাছ বিদেশে রফতানি করা। মৎস্য বিজ্ঞানী বৈদ্যনাথ পাল বলেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাষিরা নিজেরাই নিজস্ব হ্যাচারিতে চারা মাছ তৈরি করে লাভবান হবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 5:54 PM IST