ঘাটালে মুক্তির আনন্দ! অবশেষে নামল জল
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বৃষ্টি থামার পর অনেকটাই বদলেছে পরিস্থিতি। সড়ক পথে আবারও শুরু হয়েছে যান চলাচল। যেখানে ক'দিন আগে নৌকাই ছিল একমাত্র ভরসা, সেখানেই এখন মানুষ অবলীলায় যাতায়াত করছেন পায়ে হেঁটে কিংবা বাইক-গাড়ি নিয়ে
![বন্যার জল নামতে অবশেষে স্বস্তি ঘাটালে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটালবাসীদের জীবন। প্রতি বছর বর্ষা নামলেই ঘাটালের মানুষজনকে জলযন্ত্রণা সামলাতে হয়।[ছবি ও তথ্য: মিজানুর রহমান] বন্যার জল নামতে অবশেষে স্বস্তি ঘাটালে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটালবাসীদের জীবন। প্রতি বছর বর্ষা নামলেই ঘাটালের মানুষজনকে জলযন্ত্রণা সামলাতে হয়।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5392257_img20250819wa0043_watermark_20082025_000815_2.jpg?impolicy=website&width=827&height=620)