ঘাটালে মুক্তির আনন্দ! অবশেষে নামল জল

Last Updated:
বৃষ্টি থামার পর অনেকটাই বদলেছে পরিস্থিতি। সড়ক পথে আবারও শুরু হয়েছে যান চলাচল। যেখানে ক'দিন আগে নৌকাই ছিল একমাত্র ভরসা, সেখানেই এখন মানুষ অবলীলায় যাতায়াত করছেন পায়ে হেঁটে কিংবা বাইক-গাড়ি নিয়ে
1/6
বন্যার জল নামতে অবশেষে স্বস্তি ঘাটালে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটালবাসীদের জীবন। প্রতি বছর বর্ষা নামলেই ঘাটালের মানুষজনকে জলযন্ত্রণা সামলাতে হয়।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
2/6
চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। ক’দিন আগেই চারিদিকে জল শুধু জল ছিল। ডুবে গিয়েছিল রাস্তাঘাট, গ্রাম-শহর, এমনকি স্কুল-স্বাস্থ্যকেন্দ্রও।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
3/6
অচল হয়ে পড়েছিল জনজীবন। কিন্তু বর্তমানে দৃশ্যপট অনেকটাই বদলেছে। ধীরে ধীরে বন্যার জল নেমে আসায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ঘাটাল মহকুমা।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
4/6
বন্যার প্রকোপে শহরের প্রধান রাস্তাগুলি সহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। অনেক এলাকায় কোমর কিংবা বুকসমান জলে ডুবে গিয়েছিল রাস্তাঘাট। বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল সরকারি-বেসরকারি স্কুল। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবাও কার্যত ব্যাহত হয়েছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে হিমশিম খেতে হয়েছিল সাধারণ মানুষকে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
5/6
তবে বৃষ্টি থামার পর অনেকটাই বদলেছে পরিস্থিতি। সড়ক পথে আবারও শুরু হয়েছে যান চলাচল। যেখানে ক'দিন আগে নৌকাই ছিল একমাত্র ভরসা, সেখানেই এখন মানুষ অবলীলায় যাতায়াত করছেন পায়ে হেঁটে কিংবা বাইক-গাড়ি নিয়ে। স্কুল খুলেছে, পড়াশোনায় ফিরেছে ছাত্রছাত্রীরা। স্বাস্থ্যকেন্দ্রগুলিও পরিষেবা দিতে শুরু করেছে স্বাভাবিক ছন্দে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
6/6
বন্যার জলে কিছুদিন আগেও অচল হয়ে পড়েছিল বাজার। ক্রেতা-বিক্রেতা কেউই তেমনভাবে আসতে পারছিলেন না। তবে বর্তমানে ফের সরগরম হয়েছে হাটবাজার। আগের মতোই ভিড় জমতে শুরু করেছে। ফলে স্বস্তির হাসি ফিরেছে মানুষের মুখে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
advertisement
advertisement