বৃষ্টি কমলেও জল বাড়ছে এই দুই নদীতে! উলটপুরাণে বন্যা পরিস্থিতি
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
নদীর জল বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি, চাষের জমি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। গৃহবন্দি বহু পরিবার। যদিও স্থানীয়দের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: গত কয়েক দিনে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু মুর্শিদাবাদ জেলায় ফরাক্কা ব্যারেজের কাছে গঙ্গা নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড তৈরি করছে। আর তার জেরেই বন্যার কবলে পড়েছে রানিতলা এলাকা।
টানা বর্ষণে এবার বিভিন্ন নদীর জলস্তর কমলেও স্বস্তি দিচ্ছে না গঙ্গা ও পদ্মা। এই দুই নদীতে নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবার বন্যার কবলে রানিতলা এলাকা। ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত হরিরামপুর এলাকায় হঠাৎই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই বন্যার জলে টানা কয়েকদিন ধরে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: প্রায় দেড় দিন ওই মাঠেই ছিল মৃত যুবক! মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
নদীর জল বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি, চাষের জমি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। গৃহবন্দি বহু পরিবার। যদিও স্থানীয়দের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, জলবন্দি হয়ে পড়েছে প্রচুর পরিবার। গ্রামের বেশ কিছু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বন্যার জলে একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেড-ফায়ার লাইসেন্স ছাড়াই শহরের বুকে রমরমিয়ে ব্যবসা পেট্রোল পাম্পের!
সূত্রের খবর, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে বন্যার জল গঙ্গার স্রোত বেয়ে নিচে নেমে আসতে থাকায় মুর্শিদাবাদ জেলায় নদীর জলস্তর বাড়ছে। নদী তিরবর্তী এলাকার বেশ কিছু পরিবার সঙ্কটের মুখে। যদিও জেলা প্রশাসন জানিয়েছেন, বন্যা কবলিত ওই সমস্ত এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য ইতিমধ্যেই নৌকা এবং নিরাপদ আশ্রয়ের জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 3:13 PM IST