Jhargram News : শর্মিষ্ঠার হাত ধরেই ঝাড়গ্রামে জনপ্রিয়তা বাড়ছে যোগাসন

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রামের ভূমি কন্যা শর্মিষ্ঠা দত্ত অরণ্য শহরবাসীর শরীর ও মনকে সুস্থ রাখার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন। শর্মিষ্ঠা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে যোগাসনে একাধিকবার স্বর্ণপদক জয়লাভ করেছে। 

+
জনপ্রিয়তা

জনপ্রিয়তা বাড়ছে যোগাসনের

ঝাড়গ্রাম: শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাসনের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে ব্যস্ততম জীবনে মানুষ তার শরীর ও মনের খেয়াল রাখতে ভুলে গিয়েছে। কিন্তু ঝাড়গ্রামের ভূমি কন্যা শর্মিষ্ঠা দত্ত অরণ্য শহরবাসীর শরীর ও মনকে সুস্থ রাখার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন।
শর্মিষ্ঠা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে যোগাসনে একাধিকবার স্বর্ণপদক জয়লাভ করেছেন। যোগা প্রশিক্ষনের পাশাপাশি যোগাসনের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার জন্য শর্মিষ্ঠার ব্যক্তিগত উদ্যোগে এক বছর আগে ঝাড়গ্রাম শহরে শুরু করেছিল শর্মিষ্ঠা যোগা স্টুডিও। এবছর তার এই যোগা স্টুডিওর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায়।
advertisement
advertisement
শর্মিষ্ঠার কাছে যোগাসন শিখতে আসা সমস্ত বয়সের যোগাসন প্রেমীরা মঞ্চে তাদের যোগাসন প্রদর্শন করে। শর্মিষ্ঠাকেও এক অন্য রূপে যোগাসন প্রদর্শন করতে দেখে মুগ্ধ হয়ে যায় উপস্থিত সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : শর্মিষ্ঠার হাত ধরেই ঝাড়গ্রামে জনপ্রিয়তা বাড়ছে যোগাসন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement