মুম্বই দল কিনলেন সারা তেন্ডুলকর! ক্রিকেট দুনিয়ায় পা রেখেই মালকিন হলেন সচিন কন্যা

Last Updated:
Sara Tendulkar becomes Owner Of Mumbai Team: বাবা স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'। রাজত্ব করেছেন ২২ গজে। দাদাও কেরিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন। মেয়েই বা ক্রিকেট থেকে কত দিন দূরে থাকতে পারে? তিনিও নাম লেখালেন ক্রিকেট দুনিয়ায়।
1/6
বাবা স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'। রাজত্ব করেছেন ২২ গজে। দাদাও কেরিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন। মেয়েই বা ক্রিকেট থেকে কত দিন দূরে থাকতে পারে? তিনিও নাম লেখালেন ক্রিকেট দুনিয়ায়।
বাবা স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'। রাজত্ব করেছেন ২২ গজে। দাদাও কেরিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন। মেয়েই বা ক্রিকেট থেকে কত দিন দূরে থাকতে পারে? তিনিও নাম লেখালেন ক্রিকেট দুনিয়ায়।
advertisement
2/6
এবার টি-২০ লিগে দল কিনে ফেললেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তাও আবার অন্য কোনও শহরের দল নয়, মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হলেন সারা তেন্ডুলকর।
এবার টি-২০ লিগে দল কিনে ফেললেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তাও আবার অন্য কোনও শহরের দল নয়, মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হলেন সারা তেন্ডুলকর।
advertisement
3/6
চলছে আইপিএল। টি-২০ ক্রিকেটে উন্মাদনায় মেতে গোটা দেশ। এরইমধ্যে বড় সুখবরটা সোশ্যাল মিডিয়া মারফত জানালেন সচিন কন্যা। এবার উদ্যোগপতি হয়ে উঠলেন সারা তেন্ডুলকর।
চলছে আইপিএল। টি-২০ ক্রিকেটে উন্মাদনায় মেতে গোটা দেশ। এরইমধ্যে বড় সুখবরটা সোশ্যাল মিডিয়া মারফত জানালেন সচিন কন্যা। এবার উদ্যোগপতি হয়ে উঠলেন সারা তেন্ডুলকর।
advertisement
4/6
মোবাইল গেম বা অনলাইন গেমারদের কাছে খুবই পরিচিত নাম রিয়াল ক্রিকেট। তাদের টি-২০ ক্রিকেট লিগের নাম গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টেরই মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন সারা।
[caption id="attachment_1992553" align="alignnone" width="1200"] মোবাইল গেম বা অনলাইন গেমারদের কাছে খুবই পরিচিত নাম রিয়াল ক্রিকেট। তাদের টি-২০ ক্রিকেট লিগের নাম গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টেরই মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন সারা।
[/caption]
advertisement
5/6
এই ই-ক্রিকেট বিগের জনপ্রিয়তা প্রচুর। টুর্নামেন্টের প্রথম সিজনে ২ লক্ষ প্লেয়ার রেজিস্ট্রার করেছিলেন। আসন্ন দ্বিতীয় সিজনের জন্য ৯ লক্ষেরও বেশি! সেখানেই মুম্বই দলের হয়ে বিনিয়োগ করে ক্রিকেট দুনিয়ায় আগমন হল সারার।
এই ই-ক্রিকেট বিগের জনপ্রিয়তা প্রচুর। টুর্নামেন্টের প্রথম সিজনে ২ লক্ষ প্লেয়ার রেজিস্ট্রার করেছিলেন। আসন্ন দ্বিতীয় সিজনের জন্য ৯ লক্ষেরও বেশি! সেখানেই মুম্বই দলের হয়ে বিনিয়োগ করে ক্রিকেট দুনিয়ায় আগমন হল সারার।
advertisement
6/6
দল কেনার পর সারা বলেছেন,"ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।"
দল কেনার পর সারা বলেছেন,"ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।"
advertisement
advertisement
advertisement