Illegal Alcohol: রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারকার, রাতের অন্ধকারে মহিলারা যা করলেন! ভাবতে পারবে না কেউ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Illegal Alcohol: এলাকায় বেআইনি মদের কারবার চলছে রমরমিয়ে। বারবার পুলিশকে জানিও কোন সুরাহা হয়নি। শেষমেশ নিজেরাই হাতে লাঠিসোঁটা তুলে নিলেন খড়গপুর বারবেটিয়া পূর্বপাড়ার একদল মহিলা। রণং দেহি রূপে চড়াও হলেন মদের দোকানে। চলল ব্যাপক ভাঙচুর।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রায়: রণং দেহি মূর্তি ধারণ করল খড়গপুর বারবেটিয়া পূর্বপাড়ার একদল মহিলা। তাঁদের অভিযোগ, এলাকাতে বেআইনি মদের কারবার চলছে রমরমিয়ে। বছর খানেক আগে বেআইনি মদ খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন। বারবার পুলিশকে জানিও কোন সুরাহা হয়নি। শেষমেশ নিজেরাই হাতে লাঠিসোঁটা তুলে নিলেন গ্রামের মহিলারা।
খড়গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় বেআইনি মদের দোকানে হাজির হন শতাধিক মহিলা। মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দোকান মালিকের বাড়িতেও চড়াও হয়ে ভাঙচুর চালায় ক্ষিপ্ত মহিলারা। ফ্রিজের মধ্যে থাকা মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এখানেই থামে থাকেনি তাঁরা। মদের দোকান বা দোকান মালিকের বাড়িতে ভাঙচুর করতে গেলে তাঁদের বাধা দিতে আসা এক ব্যক্তি ধরে টানা হিঁচড়া করতে দেখা যায় মহিলাদের।
advertisement
আরও পড়ুনঃ জোরকদমে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, ‘নো কস্ট মডেলে’ হচ্ছে খাল ও নদী সংস্কার, খুশির হাওয়া
advertisement

ভেঙে ফেলা হয়েছে মদের বোতল
মহিলাদের একটাই বক্তব্য, এলাকা থেকে বেআইনি মদের দোকানগুলি সরিয়ে দিতে হবে। আর তা না হলে এর পরিণতি ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কারণ এই মদের জেরেই বছর খানেক আগে ৩০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। কারও স্বামী টিবিতে আক্রান্ত হয়েছে। কারও আবার লিভার খারাপ হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিউটাউনে শুরু ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার! ৫০০টিরও বেশি দেশ-বিদেশের স্টল, কত দিন চলবে মেলা?
তাই এলাকাতে কোন বেআইনি মদের দোকান আর রাখতে দেবেন না তারা। এই ঘটনায় একবারে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনা রীতিমত প্রশ্ন তুলে দিয়েছে, জনবহুল এলাকায় কী করে রমরমিয়ে চলছে বেআইনি মদের দোকান! প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মহিলারাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 26, 2025 12:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Alcohol: রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারকার, রাতের অন্ধকারে মহিলারা যা করলেন! ভাবতে পারবে না কেউ

