Hooghly News: ২১০০ কিলোমিটার জলপথে রাফটিং করে বাঁশবেড়িয়ায় মহিলা বিএসএফ দল, কেন জানেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
সোমবার রাতে বিএসএফের মহিলার দল পৌঁছায় বাঁশবেড়িয়ার পঞ্চাননতলা ঘাটে।
হুগলি: নারী শক্তির ক্ষমতায়ন এবং স্বচ্ছ গঙ্গা রাখার বার্তা নিয়ে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত জলপথে যাত্রা শুরু করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা রাফটিং টিম। সোমবার রাতে সেই রাফটিং টিম পৌঁছায় হুগলির বাঁশবেরিয়ায়। ২০ জনের মহিলাদের এই দল বীরত্বের সঙ্গে তুলে ধরেন নারী শক্তির ক্ষমতায়ন। তাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিল বাঁশবেরিয়া পুরসভার পুর প্রধান সহ উপ-পুর প্রধান ও বিএসএফের অন্যান্য আধিকারিকরা।
সোমবার রাতে বিএসএফের মহিলার দল পৌঁছায় বাঁশবেড়িয়ার পঞ্চাননতলা ঘাটে। ৩২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং র্যাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি ও অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দেশের এই বীর কন্যাদের অভ্যর্থনা জানাতে একটুও ত্রুটি রাখেনি বাঁশবেড়িয়াও। নারী শক্তি ক্ষমতায়নের যে বার্তা নিয়ে তারা বেরিয়েছেন তা পূরণ করাটা কতটা কষ্টসাধ্য এবং কতটা চ্যালেঞ্জিং তা স্পষ্টই ফুটে উঠেছে সকলের কথায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে ডিআইজি সঞ্জয় কুমার জানান, “বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই র্যাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। ৪৩ দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বাঁশবেড়িয়া পৌঁছায়। ৫৩ দিনের এই অভিযানে ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এই পর্যন্ত তারা ২১০০ কিলোমিটার পার করেছে।”
advertisement
এই অভিযানের প্রতিটি জায়গায় দলটি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নারী ক্ষমতায়ণ এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছে। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও তাঁদের এই অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ২১০০ কিলোমিটার জলপথে রাফটিং করে বাঁশবেড়িয়ায় মহিলা বিএসএফ দল, কেন জানেন
