Raihan Vadra Aviva Baig Engagement: ছোটবেলার বন্ধুত্ব থেকে বাগদান! আংটি বদলের পর সুখবর জানালেন প্রিয়াঙ্কা পুত্র রাইহান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাইহান আভিভার সঙ্গে আংটি বদলের পরের ছবি দেওয়ার পাশাপাশি দু জনের একসঙ্গে তোলা ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন৷
নিজের দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেইগের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পুত্র রাইহান বঢরা৷ সমাজমাধ্যমে আভিভার সঙ্গে ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন রাইহান৷
আভিভার সঙ্গে যে রাইহানের বাগদান হতে চলেছে, সেই খবর কয়েকদিন আগেই বাইরে এসেছিল৷ রাইহান আভিভার সঙ্গে আংটি বদলের পরের ছবি দেওয়ার পাশাপাশি দু জনের একসঙ্গে তোলা ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন৷ দুটি ছবির মাধ্যমে তাঁদের বন্ধুত্ব এবং পরবর্তী সময়ে ভালবাসার সম্পর্কের দীর্ঘ যাত্রার কথাই সম্ভবত বোঝাতে চেয়েছেন রাইহান৷ পোস্টের ক্যাপশনে তিনি শুধু লিখেছেন ২৯.১২.২৫৷ যার অর্থ, গত ২৯ ডিসেম্বরই সম্ভবত বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷
advertisement
সূত্রের খবর, রাজস্থানের রনথমবোরে শুধুমাত্র ঘনিষ্ঠ এবং পারিবারিক সদস্যদের নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানের দিন সাবেকি ভারতীয় সাজেই সেজেছিলেন রাইহান এবং আভিভা৷ রাইহান পরেছিলেন কালো রংয়ের শেরওয়ানি৷ মানানসই শাড়িতে সেজেছিলেন আভিভাও৷ রাইহান এই ছবি শেয়ার করারই পরই দু জনকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ৷
advertisement
advertisement
রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও রাজনীতির সঙ্গে একেবারেই যোগ নেই রাইহানের৷ অল্প বয়স থেকেই ছবি তোলা এবং ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ২৫ বছর বয়সি রাইহানের৷ জনসমক্ষেও খুব একটা আসতে পছন্দ করেন না তিনি৷ খুব কম কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেই রাইহানকে দেখা গিয়েছে৷ সেখানেও সংবাদমাধ্যমকে এড়িয়ে চলারই চেষ্টা করেছেন তিনি৷
advertisement
দিল্লিতে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু দিন দেহরাদুনের দুন স্কুলেও পড়াশোনা করেছেন রাইহান৷ যে স্কুলে একসময় পড়েছেন রাজীব গান্ধি এবং রাহুল গান্ধিও৷ এর পর রাজনীতি নিয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস)-এ ভর্তি হন তিনি৷
পেশাগত ভাবে রাইহান একজন ইনস্টলেশন এবং ভিজুয়্যাল আর্টিস্ট হিসেবে কাজ করেন৷ নেচার এবং ট্রাভেল ফোটোগ্রাফির প্রতিও ঝোঁক রয়েছে তাঁর৷ সমাজমাধ্যমে সেই সমস্ত ছবি শেয়ারও করেন তিনি৷ বেশ কয়েকটি একক প্রদর্শনীও করেছেন তিনি৷ তাঁর কাজ প্রশংসিতও হয়েছে৷
advertisement
রাইহানের বাগদত্তা আভিভা দিল্লির নামজাদা মডার্ন স্কুলে পড়াশোনা করেছেন৷ এর পর ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন নিয়ে এবং জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 11:41 PM IST










