MS Dhoni Pension Amount: পেনশন বাড়ল ধোনির, ১২০০ কোটি টাকার মালিককে কত ‘দেয়’ বোর্ড সামনে এল সেই তথ্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
MS Dhoni Pension Amount: ভারতকে দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া অধিনায়ক- প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনির পেনশন বাড়ানো হল৷
কলকাতা: ভারতকে দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া অধিনায়ক- প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনির পেনশন বাড়ানো হল৷ শীর্ষ স্তরের অবসরপ্রাপ্ত টেস্ট খেলোয়াড়দের মধ্যে ছিলেন ধোনি৷ এই ক্যাপে যে প্লেয়াররাই আছেন তাদের পেনশন ৫০,০০০ টাকা থেকে একধাক্কায় ২০,০০০ টাকা বাড়িয়ে ৭০,০০০ টাকা করা হয়েছে৷
advertisement
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও, প্রাক্তন অধিনায়ক এখনও আইপিএলের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছেন। Board of Control for Cricket in India (BCCI) তাদের দীর্ঘদিনের কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের পেনশন দেয়, যাতে খেলা ছাড়ার পরেও আর্থিক সহায়তা নিশ্চিত হয়।
advertisement
এই প্রকল্পের অধীনে, ২০১১ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি প্রতি মাসে ৭০,০০০ টাকা পেনশন পান। প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি একদিনের আন্তর্জাতিক (ODIs) এবং ৯৮টি টি টোয়েন্টি খেলেছেন, যার ফলে তিনি সেই শীর্ষ স্তরের অবসরপ্রাপ্ত টেস্ট খেলোয়াড়দের মধ্যে পড়েন, যাদের পেনশন ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকায় বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
এদিকে এই ৭০ হাজার টাকা পেনশন ধোনির বিশাল আর্থিক সাম্রাজ্যের কোনও অংশই নয়৷ ক্রিকেটের বাইরেও, তিনি নানা ব্যবসা এবং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, যার ফলে তার মোট সম্পত্তির পরিমাণ ১,২০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়। ব্র্যান্ড পার্টনারশিপ, বিনিয়োগ এবং অর্গানিক চাষে —সব মিলিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও দেশের অন্যতম ধনী ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।








