Purulia News: সরকারি স্বাস্থ‍্যকেন্দ্রে ২-৩ দিন ধরে মহিলাকে নির্যাতন! ওষুধ দেওয়ার নামে অপুষ্ট শিশুর মাকে এ কী করা হল! চরম লজ্জা

Last Updated:

সন্তানের চিকিৎসা করাতে এসে শ্লীলতাহানির অভিযোগ। প্রাণে মেরে ফেলার হুমকি। গ্রেফতার অভিযুক্ত!

+
স্বাস্থ্যকেন্দ্রে

স্বাস্থ্যকেন্দ্রে শ্লীলতাহানি

বান্দোয়ান, শর্মিষ্ঠা ব্যানার্জি: হাসপাতালের মধ্যেই মহিলাকে শ্লীলতাহানি অভিযোগ। সরগরম পুরুলিয়ার বান্দোয়ান এলাকা। ‌ঘটনাটি ঘটেছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এন.আর.সি বিভাগে। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিযোগ, পুষ্টি পূনর্বাসন কেন্দ্রে শিশুর সুস্বাস্থ্যের জন্যে আসা জঙ্গলমহল বান্দোয়ান এলাকার এক অপুষ্ট শিশুর মাকে হাসপাতালের মধ্যেই দুই তিন দিন ধরে শ্লীলতাহানির করা হয়। অভিযুক্তের নাম এনামুল হক।  শনিবার বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা।
তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এন.আর.সি বিভাগের কর্মী। ঘটনা জানাজানি হতেই শনিবার রাত থেকেই এলাকার মানুষ ভিড় জমান বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও থানাতে। বান্দোয়ান থানার পুলিশ অভিযুক্তকে এন.আর.সি  বিভাগের কর্মীকে গ্রেফতার করে। রবিবার সকালে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
advertisement
advertisement
এ বিষয়ে ওই নির্যাতিতা বলেন, প্রথম দিন তাকে ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালের এনামুল হক তার সঙ্গে শ্লীলতাহানি করেন। তিনি বাধা দেওয়ায় তাকে বলেন এ বিষয়ে কেউ কিছু জানতে পারবে না। এমনকি স্বাধীনতা দিবসের দিনেও মিষ্টি দেওয়ার নাম করে তার সঙ্গে শ্লীলতাহানি করে ওই অভিযুক্ত। ‌
এ বিষয়ে ওই নির্যাতিতা মহিলা আরও বলেন, অভিযুক্ত এনামুল হক শুধুমাত্র তার সঙ্গে শ্লীলতাহানিই করেনি, তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই প্রথমে কিছুটা ভয় পেয়ে বিষয়টি চেপে গেলেও বার বার একই ঘটনা ঘটতে থাকায় তিনি এনামুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। ‌অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।
advertisement
আর জি করের রেশ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। ‌এখনও অভয়ার বিচারের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে আবারও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মহিলার শ্লীলতাহানি। আবার‌ও হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সরকারি স্বাস্থ‍্যকেন্দ্রে ২-৩ দিন ধরে মহিলাকে নির্যাতন! ওষুধ দেওয়ার নামে অপুষ্ট শিশুর মাকে এ কী করা হল! চরম লজ্জা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement